মাহসা হত্যার প্রতিবাদ এশিয়ায় ইউরোপে দক্ষিণ অ্যামেরিকায়
চুল হিজাবে ঠিকভাবে ঢাকা হয়নি বলে তুলে নেয়া হয় তাকে, ফিরে আসে মৃতদেহ- মাহসা আমিনির এমন মৃত্যু মেনে নেয়নি ইরানের অনেক মানুষ৷ এশিয়া হয়ে ইউরোপ, দক্ষিণ অ্যামেরিকাতেও ছড়িয়ে পড়েছে প্রতিবাদ, বিক্ষোভ৷ দেখুন ছবিঘরে...
তুরস্কে বিক্ষোভ
তুরস্কের ইস্তাম্বুল শহরে নিজের চুল কেটে হাতে নিয়ে মাহসা হত্যার প্রতিবাদ জানাচ্ছেন এক নারী৷
ইটালির মিলান শহরে
মিলানের বিক্ষোভ মিছিলে এক বিক্ষোভকারীর চুল কাটার দৃশ্য৷
জার্মানিতে বিক্ষোভ মিছিল
যে চুল ঠিকভাবে না ঢাকার কথিত ‘অপরাধে’ ইরানের নীতি পুলিশ ধরে নিয়ে গিয়েছিল মাহসাকে, এক অর্থে যে চুলের জন্য প্রাণ দিতে হলো ২২ বছর বয়সি এক তরুণীকে, সেই চুল কেটে হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছেন অনেকে৷ জার্মানির রাজধানী বার্লিনের বিক্ষোভ মিছিলেও নিজের চুল কেটে তা দেখিয়ে দেখিয়ে স্লোগান দিচ্ছেন এক নারী৷
পতাকায় প্রতিবাদের চুল
ভারতের রাজধানী দিল্লির ছবি৷ দিল্লি বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রী অবশ্য মাহসা আমিনি হত্যার প্রতিবাদে নিজের চুল কাটেননি, তবে পতাকায় এঁকে দিয়েছেন কালো চুল৷
সাইপ্রাসের এক বিক্ষুব্ধ তরুণ
সাইপ্রাসের রাজধানী নিকোশিয়াতেও হয়েছে খুব বড় এক বিক্ষোভ মিছিল৷ সেই মিছিলে এক তরুণ এভাবে নিজের চুল কেটে মাহসা হত্যার প্রতিবাদ ও দায়ীদের শাস্তির দাবি জানান৷
চিলির নারীদের বিক্ষোভ
ওপরে চিলির রাজধানী মাহসা আমিনি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল৷ সেখানে মানুষের স্বাধীন জীবন যাপনের অধিকারের স্বীকৃতিও দাবি করেছেন বিক্ষোভকারীরা, তাই তাদের হাতের প্ল্যাকার্ডে লেখা ‘লিবার্তাদ’৷
সিরিয়ায় হিজাব পুড়িয়ে প্রতিবাদ
সিরিয়ার কুর্দি অধ্যুষিত শহর কামিশলির বিক্ষোভ মিছিলে হিজাব পোড়াচ্ছেন এক নারী৷ মাহসা আমিনিও কুর্দি পরিবারের সন্তান৷
সুইডেনে বিক্ষোভ
সুইডেনের রাজধানী স্টকহোমের এক বিক্ষোভ মিছিলের ছবি৷ এক তরুণী নিজের চুল কেটে ধিক্কার জানাচ্ছেন ইরানের নীতি পুলিশদের৷
গ্রিসে ইরানী তরুণী
গ্রিসের রাজধানী এথেন্সেও অনেক মানুষ বিক্ষোভ মিছিলে অংশ নেন৷ ছবির এই তরুণী গ্রিসে এসেছেন ইরান থেকে৷ তার নাম এলি ফজলুল্লাহ৷
এসিবি/ কেএম (রয়টার্স)