মানহাইমের কারনিভালে গাড়ি হামলা, নিহত দুই
৪ মার্চ ২০২৫বুধবার অ্যাশ ওয়েডনেস ডে। তার আগে জার্মানির বিভিন্ন শহরে একাধিক দিন ধরে উদযাপিত হচ্ছে কার্নিভাল। মানহাইমে কার্নিভালের মূল অনুষ্ঠান রোববার হয়ে গেলেও সোমবারও তার রেশ ছিল। শহরের প্রাণকেন্দ্রে এখন রাস্তার ধারে দাঁড় করানো নানারকম দোকান। রয়েছে ছোটদের খেলাধুলো করার সরঞ্জাম। রোববারের মতো না হলেও সোমবারও সেখানে ভিড় হয়েছিল যথেষ্ট। মঙ্গলবারও নানা অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু সোমবারের ঘটনার পর পুরো শহর স্তব্ধ হয়ে গেছে।
সোমবার দুপুরে যখন বহু মানুষ কার্নিভালের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন, তখন আচমকাই সেখানে দ্রুত গতিতে ঢুকে পড়ে একটি গাড়ি। কেউ কিছু বুঝে ওঠার আগেই গাড়িটি একের পর এক মানুষকে চাপা দিয়ে ফুটপাথে উঠে পড়ে। ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরো অন্তত পাঁচজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ৪০ বছরের ওই জার্মান নাগরিক কেন একাজ করলো তা এখনো স্পষ্ট নয়। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগ নেই বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
ঘটনাস্থল বন্ধ করে দিয়েছে পুলিশ। সাধারণ মানুষকে সেখানে যেতে দেওয়া হচ্ছে না। শহরে লাল সংকেতও জারি করা হয়েছিল।
''ঘটনার সময় আমার ভাই ওখানে ছিলেন। খবর পেয়েই ওকে ফোন করি। এখনো ভয় করছে।'' ডিডাব্লিউকে একথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দা গাব্রিয়েল। তিনি জানান, তার ভাই ওই সময় রাস্তাতেই ছিলেন। গাব্রিয়েলের কথায়, ''খবরটি পেয়েই তাই ভয়ে ছটফট করতে শুরু করি। এমন ঘটনা অবশ্য জার্মানিতে এখন প্রায় প্রতিদিনই ঘটছে।''
গত বছর মে মাসে এই মানহাইমেই এক ব্যক্তি ছুরি নিয়ে আক্রমণ চালিয়েছিল। সেই ঘটনায় এক পুলিশ অফিসারের মৃত্যু হয়েছিল। ওই অফিসার অভিযুক্তের কাছ থেকে অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলেন।
গত বছর ডিসেম্বরে মিউনিখে ক্রিসমাস মার্কেটে গাড়ি হামলা হয়েছিল। ওই ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছিল।
ম্যাথিউ ওয়ার্ড আগিয়াস/এসজি