মহানবি(সা:)-র বিরুদ্ধে বিরূপ মন্তব্য বিজেপি বিধায়কের
২৪ আগস্ট ২০২২তেলেঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজাকে গ্রেপ্তার করলো পুলিশ। রাজার বিরুদ্ধে অভিযোগ, তিনি একটি অত্যন্ত আপত্তিকর ভিডিও আপলোড করেছিলেন। সেই ভিডিওতে মহানবি(সা:)-র বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য ছিল। রাজার দাবি, কমেডিয়ান মুনাওয়ার ফারুকি হিন্দু দেবদেবীদের নিয়ে কমেডি করেছিলেন। তিনিও তার পাল্টা কমেডি করেছেন। পরে তিনি জামিন পেয়ে যান।
অভিযোগ পাওয়ার পরই পুলিশ টি রাজাকে গ্রেপ্তার করে। তারপরই মঙ্গলবার রাতে এআইএমআইএমের সদস্য, বিধায়ক, পুরসভার সদস্যরা থানার সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়েইসির অভিযোগ, ''এটা কি এখন বিজেপি-র সরকারি নীতি হয়ে গেল? তারা কি নূপুর শর্মার বক্তব্যের পরেও সন্তুষ্ট হয়নি। তারা এখন অন্য বিধায়কদের দিয়েও এই ধরনের কথা বলাচ্ছে?'' ওয়েইসির প্রশ্ন, ''কেন তারা মহানবি(সা:) নিয়ে এই ধরনের মন্তব্য করবে? বিজেপি যেন অবিলম্বে এই ধরনের কাজ বন্ধ করে।''
রাজাকে পুলিশ গ্রেপ্তার করার পরই বিজেপি তাকে দল থেকে সাসপেন্ড করে।
পুলিশ টি রাজার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করেছে। তার মধ্যে অন্যতম হলো, ধর্মীয় ভিত্তিতে অসৎ উদ্দেশ্য নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদ ও শত্রুতা তৈরি করা। টি রাজা অবশ্য সাংবাদিকদের বলেছেন, তার ভিডিও ইউটিউব থেকে সরিয়ে দেয়া হয়েছে। ছাড়া পাওয়ার পর তিনি এর দ্বিতীয় পর্ব নিয়ে আসবেন।
কিন্তু টি রাজা জামিন পেয়ে গেছেন। বিচারক জানিয়েছেন, তাকে গ্রেপ্তার করার সময় ইন্ডিয়ান পেনাল কোডের ৪১ নম্বর ধারা মানা হয়নি। তাই তাকে জামিন দেয়া হচ্ছে। তবে আদালত রাজাকে সতর্ক করে দিয়েছে।
জিএইচ/এসজি(পিটিআই, এএনআই, এনডিটিভি)