মধ্যপ্রাচ্য সমস্যা সমাধানে নিরাপত্তা পরিষদের সময় পাঁচ বছর
১৭ ডিসেম্বর ২০০৮প্রস্তাবে আগামী ৫ বছরের মধ্যে এই এলাকার দীর্ঘ দিনের জিইয়ে থাকা সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়ার কথা বলা হয়েছে৷ সেই সঙ্গে এই প্রস্তাবে ফিলিস্তিন এবং ইসরায়েলের প্রতি তাদের উপর বর্তানো দায়িত্ব, অথ্যাৎ এক অপরের প্রতি বিশ্বাস স্থাপন করে করে শান্তি আলোচনা এগিয়ে নিয়ে যাবার কথাও বলা হয়েছে৷
মার্কিন যুক্তরাষ্ট এবং রাশিয়ার তৈরী খসড়া প্রস্তাব চুড়ান্ত করার পক্ষে ভোট পড়ে ১৪টি৷ ভোট গ্রহণের আগে জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেন, এই ভোট মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার জন্য অত্যান্ত গরুত্বপূর্ণ৷ এর মাধ্যমেই নিরাপত্তা পরিষদের মূল দায়িত্ব অর্জিত হবে৷
সমস্যার সমাধান চাই- রাইস
মধ্যপ্রাচ্য ইস্যুতে ক্ষমতা ছাড়ার আগে হয়তো শেষবারের মত জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেয়া ভাষণে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী কনডোলিসা রাইস বলেছেন, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা দীর্ঘ দিনের একটি অমিমাংসিত বিষয়৷এ বিষয়টির মিমাংসা হওয়া প্রয়োজন৷ উল্লেখ্য, ১৯৬৭ সাল থেকে পৃথক ফিলিস্থিতি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে আসছে সে ফিলিস্তিনি জনগণ৷ রাইস বলেন, জাতিসংঘের উদ্যোগে প্রায় ১৩ মাস আগে মেরিল্যান্ড বৈঠকের মাধ্যমে শুরু হওয়া মধ্যপ্রাচ্য সমস্যার বিষয়ে আলোচনা কে যে কোন মূল্যে ধরে রাখতে হবে৷ তিনি বলেন, এর কোন বিকল্প নেই৷জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এই সভায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রী রাইস ছাড়াও উপস্থিত ছিলেন রুশ পররাষ্ট্র মন্ত্রী সারজেই লাভরভ, ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রী ডেভিড মিলিব্যান্ড, এবং চীনা উপ-পররাষ্ট্র মন্ত্রী৷
ওবামা মধ্যপ্রাচ্য ইস্যুকে অগ্রাধিকার দিন- ব্রাউন
এদিকে, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামাকে অবশ্যই মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়াকে অগ্রাধিকার দিতে হবে বলে জানিয়েছেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন৷ তিনি মধ্যপ্রাচ্য সফরকালে একথা বলেন৷ ব্রাউন বলেন, ২০০৯ সালের মধ্যে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় অগ্রগতি নিশ্চিত করতে আমরা কঠোর পরিশ্রম করছি৷
২২ সদস্য বিশিষ্ট আরব লীগ মধ্যপ্রাচ্য নিয়ে গত সপ্তাহে ওবামাকে লিখিত বার্তা পাঠিয়েছিল৷জানা যায়, বিদায়ী বুশ প্রশাসন এ বছরের শেষ নাগাদ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে দুপক্ষের সমঝোতা চেয়েছিল৷কিন্তু এ প্রক্রিয়ায় তেমন অগ্রগতি হয়নি৷