মঞ্চ প্রস্তুত
মঞ্চ প্রস্তুত৷ যুদ্ধের প্রস্তুতিও শেষ৷ ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া৷ আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়াম তার আগে কেমন করে সেজেছে? কী করছেন ক্রিকেটপ্রেমীরা?
জনতার ভিড়
শনিবার দুপুরে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের সামনে টিকিট প্রত্যাশী জনতার ভিড়৷
ভিরাট কোহলি ভক্ত
ফাইনালের টিকিটের খোঁজে শনিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামের সামনে বিরাট কোহলির ভক্ত পাঁচ কিশোর৷
অস্ট্রেলিয়ার লক্ষ্য
শনিবার সকাল ১০টায় আয়োজিত সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার ষষ্ঠ বিশ্বকাপ জেতার লক্ষ্যের কথা বলছিলেন অধিনায়ক প্যাট কামিন্স
তেরঙার সাজ
উদোম শরীরে ভারতের তেরঙা পতাকার সাজ নিয়ে শনিবার বিকেলে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের সামনে হাজির হয়েছিলেন এক ভক্ত৷
যুদ্ধ
এই ভক্ত বিশ্বকাপ ফাইনালকে যেন যুদ্ধই ভাবছেন৷ তাঁর পিঠে লেখা ইন্ডিয়ান আর্মি ও আঁকা যুদ্ধযান আর যুদ্ধবিমানের ছবি বলছে সে কথাই৷
পতাকা
ফাইনালের দুই দলের পতাকা নিয়ে মহড়া৷
এয়ার শো
রোববার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়ার ফাইনাল শুরুর আগে ১৫ মিনিটের এয়ার শো-ও আছে৷ শনিবার চলছিল এরই মহড়া৷
7 ছবি
1 | 77 ছবি