বিজ্ঞাপন
‘সুবহান মসজিদে’ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৩ ব্যক্তির জানাজায় অংশ নিয়েছেন অনেকে৷ চলতি সপ্তাহে যে নয়টি সুনির্দিষ্ট লক্ষ্যে হামলা চালিয়েছে ভারত, তার একটি এই মাদ্রাসা৷ ভারতের ভাষায় ‘সন্ত্রাসী আস্তানা’ ছিল সেগুলো, তবে পাকিস্তান তা অস্বীকার করেছে৷
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে কিছুদিন আগে হামলায় ২৬ ব্যক্তি নিহত হওয়ার পর পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত৷ পহেলগামের ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করেছে নতুন দিল্লি, তবে ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে৷
ভারতের সীমান্ত থেকে পাকিস্তানের ১০০ কিলোমিটার ভেতরে ভাওয়ালপুর শহরের অবস্থান৷ সেখানকার মসজিদে আঘাত হানা হয়েছে৷ ইসলামাবাদ ভারতের হামলাকে ‘অ্যাক্ট অব ওয়ার’ বলেছে এবং দেশটির সেনাবাহিনীকে হামলার জবাব দিতে বলেছে৷
প্রতিশোধ নেয়ার দাবিতে ভাওয়ালপুরে আন্দোলন হচ্ছে৷
প্রতিবেদন: আলী কাইফি, ভাওয়ালপুর