ভারতের ক্রীড়া আসরসমূহে নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ অস্ট্রেলিয়ার
৩ মার্চ ২০১০৩ থেকে ১৪ অক্টোবর নতুন দিল্লিতে অনুষ্ঠিতব্য কমনওয়েল্থ গেমস-এর জন্য সেখানকার মাঠের পরিস্থিতি খতিয়ে দেখতে অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন স্মিথ তিন দিনের সফর শুরু করেন মঙ্গলবার৷ এসময় তিনি সাংবাদিকদের বলেন, ‘‘কমনওয়েল্থ গেমস আয়োজনে যথাযথ নিরাপত্তা বিধানে ভারতের সহযোগিতা এবং সমন্বয়ে অস্ট্রেলিয়া খুশি৷'' স্মিথ আরো বলেন, ‘‘অবশ্যই বিশ্বকাপ হকি এবং কমনওয়েল্থ ফেডারেশন শুটিং প্রতিযোগিতা উভয় ইভেন্টের জন্যই নিরাপত্তা পরিস্থিতির ব্যাপারে আমরা সন্তুষ্ট৷''
নতুন দিল্লিতে গত রবিবার থেকে শুরু হওয়া দুই সপ্তাহের বিশ্বকাপ হকি প্রতিযোগিতার জন্য সরকার সেখানে অতিরিক্ত কয়েক হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন করেছে৷ এই প্রতিযোগিতায় ১২ টি দেশ অংশ নিচ্ছে৷ গত মাসে পশ্চিমাঞ্চলের শহর পুনেতে বোমা হামলায় ১৫ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে৷ এছাড়া গত মাসে আল কায়েদার সাথে সংশ্লিষ্ট জঙ্গি ইলিয়াস কাশ্মিরির বরাত দিয়ে ভারতের ক্রীড়া প্রতিযোগিতায় জঙ্গি হামলার হুমকির খবর প্রকাশ করে হংকং ভিত্তিক এশিয়া টাইমস অনলাইন৷ এই প্রেক্ষিতে ভারতের ক্রীড়া স্থাপনাসমূহে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা৷
অক্টোবরের কমনওয়েল্থ গেমস-ই হবে ১৯৮২ সালের পর থেকে ভারতের মাটিতে অনুষ্ঠিত সবচেয়ে বড় ক্রীড়া আসর৷ তাই এই আসরের জন্য নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণ'র সাথেও বৈঠক করবেন স্টিফেন স্মিথ৷
প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই, সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়