ভারতের কুস্তি স্কুল যেভাবে মেয়েদের সহায়তা করছে
উত্তর ভারতের এক গ্রামে কুস্তি শিখছেন ২৪ জন৷ দেশের জন্য খেতাব জয়ের স্বপ্ন তাদের৷
হারিয়ানার প্রশিক্ষণকেন্দ্র
ভারতের হারিয়ানা রাজ্যের সিসাইয়ে আলটিয়াস রেসলিং স্কুলের প্রশিক্ষণ কক্ষের ছবি এটি৷ রোববার বাদে প্রতিদিন ভোর চারটা থেকে প্রশিক্ষণ শুরু করেন স্কুলের শিক্ষার্থীরা৷ স্বপ্ন দেশের জন্য খেতাব জয়৷
ভগৎ সিংয়ের ছবিতে ঝুলছে মেডেল
কুস্তি স্কুলের দেয়ালে ভারতের স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংয়ের ছবিতে মেডেল ঝুলিয়ে রাখা হয়েছে৷ ২৪ নারী এখানে কুস্তি প্রশিক্ষণ নিচ্ছেন৷ রাজ্য সরকার তাদের খরচ বহন করছে৷
সকালের অনুশীলনে পিংকি
কুস্তি স্কুলে সকালের অনুশীলনে অংশ নিচ্ছেন ১৭ বছর বয়সি পিংকি৷ তার মতো মেয়েরা রক্ষণশীল মানসিকতার বাইরে এসে দেশের জন্য খেতাব জয় করতে কঠোর পরিশ্রম করছেন৷
অবসরে আঁকাআঁকি
১২ বছর বয়সি উমা বেনিওয়াল বিশ্রামের দিনে আঁকাআঁকি করে সময় কাটান৷ স্কুল হোস্টেলে থাকার অভিজ্ঞতা চমৎকার বলে জানিয়েছে তারা৷
ছেলেরাও আছে
কুস্তি স্কুলে ২৪ মেয়ে শিক্ষার্থীর সঙ্গে ৩ ছেলেও প্রশিক্ষণ নিচ্ছে৷ বিশ্বমানের কুস্তিগির হওয়া লক্ষ্য তাদের৷
হাত মাসাজ
১৬ বছর বয়সি স্বাতী বেড়ওয়াল সকালের প্রশিক্ষণের পর সহ-কুস্তিগির অঙ্কিতের হাত মাসাজ করে দিচ্ছেন৷ তিনি বলেন, ‘‘হোস্টেলটি পরিবারের মতো৷ আমরা একসঙ্গে কাজ করি, খেলি এবং পড়াশোনা করি৷’’
সকালের নাস্তায় সেদ্ধ ডিম
কুস্তি স্কুলের শিক্ষার্থীদের সকালের নাস্তা প্রস্তুত করা হচ্ছে৷ তাদের খাবারে সেদ্ধ ডিম অপরিহার্য৷