ভাইরাল হলো চট্টগ্রামের মেজবানি
২৯ মার্চ ২০১৯বিজ্ঞাপন
বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে সেখানকার স্থানীয় খাবারের স্বাদ নেন ট্রেভর জেমস৷ সেই ভিডিও আপলোড করেন ইউটিউবসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে৷ খাদ্যপ্রেমীদের কাছে ‘দ্যা ফুড রেঞ্জার' নামের এই চ্যানেলটি ভীষণ জনপ্রিয়৷
সম্প্রতি বাংলাদেশে গিয়েছিলেন ট্রেভর জেমস৷ সেখানে পুরান ঢাকার খাবার চেখে দেখার পাশাপাশি চট্টগ্রামেও গিয়েছিলেন৷ সেখানকার মেজবানির গরুর মাংসসহ অন্যান্য খাবারের স্বাদ নিয়েছেন তিনি৷ তারই একটি ভিডিও আপলোড করেছেন তাঁর ইউটিউব চ্যানেলে৷ ১৯ মিনিট ৫২ সেকেন্ডের ভিডিওর শুরুতে রয়েছে ঝাল মুরি, হালিমসহ চট্টগ্রামের বিভিন্ন স্ট্রিট ফুডের দৃশ্য৷ এরপর একটি মেজবানিতে যান তিনি৷
২৩ মার্চ নিজের ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপলোড করেন তিনি৷ ২৯ তারিখ পর্যন্ত প্রায় আট লাখ বার সেটি দেখা হয়েছে৷
এফএস/জেডএইচ