বড় ধরণের ভূমিকম্প ঝুঁকির মুখে বাংলাদেশ
১১ আগস্ট ২০০৯তবে আপাতত সুনামির আশংকা মুক্ত হলেও বিশেষজ্ঞরা বলছেন, ভৌগলিক ভাবেই ভূমিকম্পের মারাত্মক ঝুকিঁপুর্ণ অবস্থানে রয়েছে বাংলাদেশ৷
মঙ্গলবার বাংলাদেশ সময় ভোররাত ৩ টার দিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার থেকে ১৬০ মাইল উত্তরে সাগরের তলদেশে সৃষ্টি হয় ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প৷ যার প্রভাবে মৃদু কম্পন অনুভুত হয় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে৷ এই ধরণের ভূমিকম্প থেকে সুনামির আশংকা করে উপকুলীয় অঞ্চলে সতর্ক সংকেত জারি করে আবহাওয়া অফিস৷ পরে তা প্রত্যাহার করা হয়৷ আবহাওয়া বিভাগের উপ পরিচালক মো. শাহ আলম জানান বাংলাদেশ সুনামির ঝুঁকির মধ্যে ছিল৷
বিশেষজ্ঞরা বলছেন সুনামি থেকে রেহাই পেলেও , দেশের রাঙ্গামাটি ,খাগড়াছড়ি, বান্দরবান ও সিলেট অঞ্চল মারাত্মক ভুমিকম্পের ঝুঁকির মুখে রয়েছে৷ ভারত মহাসাগরের ভুমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৯৮০ কিলোমিটার দূরে হওয়ার পরেও দেশের প্রায় সব জায়গায় কমবেশি ভূকম্পন অনুভুত হয়েছে৷ এর অবস্থান আরো কাছে হলে আরো বেশি প্রভাব পড়তো এবং সব চেয়ে ক্ষতিগ্রস্ত হওযার আশংকা ছিল পাহাড়ী অঞ্চলের৷ ভূমিকম্প গবেষক ও আবহাওয়াবিদ ড. মমিনুল ইসলাম ইসলাম মনে করেন, এর জন্য আমাদের ব্যাপক প্রস্তুতি থাকা উচিত৷
তিনি বলেন ভূমিকম্পের কারণ নির্ণয় এবং ভুমিকম্পের আশংকাযুক্ত এলাকায় মাইক্রো সিসমেটিক গবেষনার ওপর জোর দেয়া উচত৷
প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক