বোগোটা শহর বদলে দিচ্ছে যে প্রকল্প
১ জানুয়ারি ২০২৫কলম্বিয়ার রাজধানী বোগোটা বিশ্বের অন্যতমযানজটের শহর৷ সেখানে এক নতুন ধারনার প্রয়োগে পরিস্থিতি বদলাচ্ছে৷
সান ফেলিপে শহরতলীতে পরীক্ষামূলক ‘‘প্রাণবন্ত শহরতলী'' প্রকল্প ৩৮ হেক্টর এলাকায় বাস্তবায়ন করা হয়েছে৷ শহর কর্তৃপক্ষ এর খরচ মেটাচ্ছে৷ বিশ্বব্যাংক প্রকল্পের পরামর্শক৷
ড্যানিয়েলা কাস্তানো পেশায় প্রকৌশলী এবং খাবিয়ার গুয়েরা স্থপতি৷ ২০২২ সালে শুরু হওয়া এক নগর পরিকল্পনা প্রকল্পের অংশ তারা৷ বার্সেলোনার সুপার ব্লক এবং লন্ডনের কম যানবাহনের এলাকা থেকে উৎসাহিত হয়ে এই প্রকল্প শুরু করা হয়৷ বোগোটার আটটি অংশ প্রকল্পটি পরীক্ষা করা হয়েছে৷ তখন থেকে তারা তিনটি শহরতলী যুক্ত করেছে৷
ড্যানিয়েলা কাস্তানো বলেন, ‘‘সান লিপেতে প্রাণবন্ত শহরতলী প্রকল্প শুরুর আগে সেখানে সব দিকে যান চলাচল হতো৷ অন্যান্য স্থানের যানজট এড়াতে গাড়ীগুলোকে এই শহরতলীকে সংক্ষিপ্ত পথ হিসেবে দেখাতো বোগোটার ট্রাফিক অ্যাপ৷ আগে যানবাহন নিশ্চিতভাবে আরো বেশি ছিল৷''
বর্তমানে এখানে তেমন একটা গাড়ি দেখা যায় না৷ কিন্তু রাস্তাগুলো একেবারে বন্ধ করেও দেয়া হয়নি৷ গাড়ির দিক বদলে দেয়ায় শহরতলীটি এক গোলকধাঁধায় পরিনত হয়েছে৷ এখন সহজে একপাশ থেকে আরেকপাশে যাওয়া যায় না৷
স্থপতি খাবিয়ার গুয়েরা বলেন, ‘‘সড়কের নতুন বিন্যাস এবং লুপ যানবাহনগুলোকে বড় রাস্তায় ছড়িয়ে দিতে সহায়তা করায় চালকদেরকে সান ফিলিপেকে শর্টকাট হিসেবে ব্যবহার থেকে বিরত রাখা গেছে৷''
বোগাটোকে যানবাহনের বিবেচনায় বিশ্বের অন্যতম মন্দ শহর বিবেচনা করা হয়৷ গাড়ির লাইসেন্স প্লেটের শেষ সংখ্যার ভিত্তিতে রোটেটিং ড্রাইভিং ব্যান তেমন একটা ইতিবাচক ফল দিতে পারেনি৷
এর কিছু কারণ সম্ভবত ট্রান্সমিলেনিও বাস ব্যবস্থা জনাকীর্ণ, অনিরাপদ এবং ব্যয়বহুল৷ দুই দশক আগে শহরের কর্তৃপক্ষ ভেবেছিল সাবওয়ের বদলে সড়কে বাসের আলাদা লেন কার্যকর এবং সস্তা বিকল্প হবে৷ কিন্তু শেষমেষ তা কাজ করেনি৷
আর আশি লাখ বাসিন্দা এবং পচিশ লাখের বেশি যানবাহনের শহর বোগোটায় এখনো সাবওয়ে তৈরি হয়নি৷
ব্যস্ত শহরে ছুটে চলা যানবাহনের মাঝে এরকম সবুজ অংশ সচরাচর দেখা যায় না৷ কিন্তু নগরায়নের দীর্ঘ পরিকল্পনার মাধ্যমে বোগোটার শহরতলীতে এমনটা করা সম্ভব হয়েছে৷
পথচারিদের সুবিধার কথা চিন্তা করে বাসিন্দারা এই এলাকার নকশা করেছেন৷ এক ভিন্ন, টেকসই বোগোটা তৈরি করতে প্রাণবন্ত শহরতলী প্রকল্পের বিস্তৃতি আরো বাড়াতে উদ্যোগ নিয়েছেন সংশ্লিষ্টরা৷ এই উদ্যোগ সাশ্রয়ী ও সহজ এবং এটি দ্রুত বাস্তবায়ন সম্ভব৷
প্রতিবেদন: আনা লোপেজ এসকুদেরো/এআই