বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা, যোগী সরকারকে জরিমানার নির্দেশ সুপ্রিম কোর্টের
২০২১ সালে বুলডোজার দিয়ে চারজনের বাড়ি ভাঙে প্রয়াগরাজ পুরসভা। বেআইনি কাজের জন্য প্রত্যেককে ১০ লাখ টাকা দেয়ার নির্দেশ।
কী হয়েছিল?
উত্তরপ্রদেশ প্রশাসন জানিয়েছিল, ওই জমিটা গ্যাংস্টার আতিক আহমেদের। সেই জমির উপর বাড়িগুলি একদিনের নোটিশে ভেঙে দেয়া হয়। জমি নিয়ে প্রশাসনের তথ্যও ভুল ছিল। সুপ্রিম কোর্টের বিচারপতিরা জানিয়েছেন, এই ঘটনা তাদের বিবেককে নাড়িয়ে দিয়েছে।
কী বলেছে সর্বোচ্চ আদালত?
সুপ্রিম কোর্ট জানিয়েছে, বেআইনি ও অমানবিক কাজের জন্য উত্তরপ্রদেশ সরকারকে ক্ষতিপূরণ দিতে হবে। বিচারপতিরা জানিয়েছেন, এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। বেআইনিভাবে বাড়ি ভাঙা হলো। আর এই মানুষগুলোর বাড়ি তৈরির ক্ষমতা পর্যন্ত নেই।
মৌলিক অধিকার ভঙ্গ
সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই কাজ শুধু বেআইনি তাই নয়, সংবিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক অধিকারও ভাঙা হয়েছে। এই মৌলিক অধিকার হলো, বাসস্থানের অধিকার, যা বেঁচে থাকার অধিকারের মধ্যে পড়ে। একজন আইনজীবী, একজন অধ্যাপক ও দুই নারীর বাড়ি ভাঙা হয়েছিল।
২৪ ঘণ্টার নোটিশ
আবেদনকারীরা আদালতে জানিয়েছিলেন, ২০২১ সালের ৬ মার্চ তাদের নোটিশ দেয়া হয়। ৭ মার্চ বাড়ি ভেঙে দেয়া হয়। তাদের আবেদনের সময় পর্যন্ত দেয়া হয়নি। সুপ্রিম কোর্ট বলেছে, উত্তরপ্রদেশ সরকার বাড়ি ভাঙার আগে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পূর্ণ করেনি। এর জন্য সরকারের কড়া সমালোচনা করেছে সুপ্রিম কোর্ট।
এলাহাবাদ হাইকোর্ট আবেদন খারিজ করেছিল
এর আগে আবেদনকারীরা এলাহাবাদ হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন। কিন্তু এলাহাবাদ হাইকোর্ট তাদের আবেদন খারিজ করে।
বুলডোজার-সংস্কৃতি
বিরোধীদের অভিযোগ, বিজেপি-শাসিত রাজ্যগুলি এই বুলডোজার সংস্কৃতি চালু করেছে। কিছু হলেই তারা আগে বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দিচ্ছে।
জিএইচ/এসজি(ইন্ডিয়া টুডে)