বিয়ে করছেন কিম, মধুচন্দ্রিমা এখনই নয়!
১৮ আগস্ট ২০১১মার্কিন মুল্লুকে কিম কার্ডেশিয়ান-এর জনপ্রিয়তার কমতি নেই৷ ৩০ বছর বয়সি এই তারকাকে দেখা গেছে রিয়েলিটি শোতে, ম্যাগাজিন প্রচ্ছদে৷ ফেসবুক এবং টুইটারে তার জনপ্রিয়তা ব্যাপক৷ মোটের ওপর, তাঁর এক গোপন সেক্স ক্লিপ ইন্টারনেটে এখনো বিকাচ্ছে৷
পিপল ম্যাগাজিন গত মে মাসে ছেলেবন্ধুসহ কিম'এর এক ছবি প্রকাশ করে, তখন তাঁর আঙ্গুলে ছিল এনগেজমেন্ট রিং৷ পাত্র এনবিএ তারকা ক্রিস হাম্পরিস৷ আগামী শনিবার বিবাহবন্ধনে আবদ্ধ হবে এই জুটি৷ তবে তাঁদের মধুচন্দ্রিমা চলতি বছর হচ্ছে না৷
মার্কিন মুল্লুকে কিম-ক্রিস জুটির বিবাহকে তুলনা করা হচ্ছে ব্রিটেনের কেট-উইলিয়াম'এর রাজকীয় বিবাহের সঙ্গে৷ লাইফ অ্যান্ড স্টাইল উইকলি'র প্রধান সম্পাদক ডেন ভেকফোর্ড এর কথায়, ‘‘কিম আমাদের প্রিন্সেস৷ সে সম্পর্ক নিয়ে অনেক জটিলতায় ভুগেছে, ওজন এর বিরুদ্ধে লড়েছে৷ তার জীবনে অনেক কিছুই পরিকল্পনামত আগায়নি৷ তবে এখন আমরা খুশি, কেননা কিম তার প্রিন্সকে খুঁজে পেয়েছে''৷
কিম'এর বিবাহের ছবি প্রকাশ নিয়ে ম্যাগাজিনগুলোর মধ্যে রীতিমত লড়াই শুরু হয়েছে৷ শোনা যাচ্ছে, বিবাহ অনুষ্ঠানের ছবি প্রকাশের একক সত্ত্ব পেতে পিপল ম্যাগাজিন খরচ করেছে তিন লাখ থেকে এক মিলিয়ন মার্কিন ডলার৷ বসে নেই পাপারাজ্জিরাও৷ শনিবারের বিবাহপর্বের ছবি তুলতে তারাও মরিয়া৷ পাপারাজ্জিদের আশা, ঠিকঠাক এক ছবিতেই পঞ্চাশ হাজার মার্কিন ডলার আয় সম্ভব হবে৷
এদিকে, শনিবার বিবাহ সম্পন্ন হলেও কাজের চাপে এখনই মধুচন্দ্রমায় যেতে পারবেনা কিম-ক্রিস৷ এজন্য অপেক্ষা করতে হবে আগামী বছর গ্রীষ্ম অবধি৷
প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: দেবারিত গুহ