বিশ্বজুড়ে মে দিবস পালিত: ট্রাম্পের নীতির প্রতিবাদ
বৃহস্পতিবার সারাবিশ্বে পালিত হলো মে দিবস৷ লস অ্যাঞ্জেলস থেকে টোকিও পর্যন্ত শ্রমিক সুরক্ষার দাবির পাশাপাশি ডনাল্ড ট্রাম্পের নীতির বিরোধিতা করেছেন অনেকে৷ এছাড়া বিশ্বব্যাপী নানা অন্যায়ের প্রতিবাদ করা হয়েছে৷
মে দিবস
মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস হলো শ্রমিকদের দাবি আদায় ও শ্রম আন্দোলনের প্রতি সংহতি জানাবার দিন৷ ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হাজার হাজার শ্রমিক রাস্তায় নেমে আসেন৷ এটি ছিল শিল্পবিপ্লব পরবর্তী সময়ে শ্রমিকদের অমানবিক পরিশ্রমের বিরুদ্ধে একটি বিশাল প্রতিবাদ৷
নানা দেশে শ্রমিক দিবস পালিত
এ বছরও বিশ্বজুড়ে শ্রমিক দিবস পালিত হয়েছে৷ জার্মানির ট্রেড ইউনিয়ন কনফেডারেশন ডিজিবি বৃহস্পতিবার রাজধানী বার্লিনে তাদের ঐতিহ্যবাহী মিছিল করেছে৷
যুক্তরাষ্ট্রের আয়োজকদের বার্তা
তবে এবার বিশ্বের নানা প্রান্তে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ থেকে শুরু করে বিভিন্ন নীতির বিরুদ্ধে সমাবেশগুলো থেকে প্রতিবাদ করা হয়েছে৷ যুক্তরাষ্ট্রে মে দিবসের সবচেয়ে বড় আয়োজন হয় লস অ্যাঞ্জেলসে৷ দেশটির উদ্যোক্তারা বলেছেন এবার অভিবাসী, শ্রমিক ও বৈচিত্র্যবিরোধী ট্রাম্প প্রশাসনের নীতিগুলোর বিরোধিতা করছেন তারা৷
জাপানে ট্রাম্পের পুতুল
টোকিওর একটি মিছিলে অংশ নেওয়া একটি ট্রাকে ট্রাম্প সদৃশ একটি পুতুল রাখা ছিল৷ সেখানে অনেকে বলেছেন, ট্রাম্পের নীতিগুলো যেন এক অদৃশ্য ছায়ার মতো বিস্তার করেছে৷ সেখানকার নির্মাণ শ্রমিক তাদাশি ইতো আশঙ্কা করেন যে আগামী মাসগুলোতে আমদানিকৃত কাঁচামালের দাম বৃদ্ধি পাবে৷ তাইপেতেও ট্রাম্পের শুল্কনীতির প্রতিবাদে মিছিল হয়েছে৷
ফিলিপাইন্সে ট্রাম্প-মার্কোসের প্রতিকৃতি ভাংচুর
ফিলিপাইন্সে বিক্ষোভকারীরা দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র ও মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি ভেঙে প্রতিবাদ জানিয়েছেন৷
আরো প্রতিবাদ
তুরস্কে মে দিবস কেবল শ্রম অধিকার নয়, বরং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার আহ্বানেও পরিণত হয়েছে৷ বিক্ষোভকারীরা ইস্তাম্বুলের বিরোধী মেয়র একরেম ইমামোগলুর গ্রেপ্তারের প্রতিবাদ জানাতে সমাবেশ করতে চেয়েছেন৷ তবে সরকার তা নানাভাবে প্রতিহত করার চেষ্টা করেছে৷
ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্টের ভাষণ
ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো জাকার্তার ন্যাশনাল মন্যুমেন্ট পার্কে হাজার হাজার শ্রমিকের সামনে ভাষণ দেন৷ তিনি বলেন, ‘‘আমি যেই সরকার পরিচালনা করছি, সেটি ইন্দোনেশিয়া থেকে দারিদ্র্য দূর করতে সর্বোচ্চ চেষ্টা করবে৷’’
আর্জেন্টিনায় পদযাত্রা
আর্জেন্টিনার বুয়েনস আইরেসে মে দিবস উপলক্ষে জেনারেল লেবার সেন্টারের ডাকে পদযাত্রায় মানুষ অংশ নেন৷ সরকারের প্রস্তাবিত একটি সংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হাজার হাজার শ্রমিক রাস্তায় নেমে আসেন৷
বাংলাদেশেও মে দিবস
বাংলাদেশেও মে দিসব পালিত হয়েছে৷ শ্রমিকদের মজুরি থেকে শুরু করে শ্রমের সুরক্ষা নিশ্চিত করার দাবি উঠেছে বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে৷
ভারত ও পাকিস্তানেও
কাশ্মীর সীমান্তে উত্তেজনার মধ্যেই ভারত ও পাকিস্তানের শ্রমিক সংগঠনগুলো মে দিবসে মিছিল ও সমাবেশ করেছে৷