বিরাট-রাহুল-কুলদীপ ঝড়ে বিপর্যস্ত পাকিস্তান
এশিয়া কাপের এই মর্যাদার লড়াই শুরু হয়ছিল রোববার। বৃষ্টির জন্য ২৪ ওভারের পর খেলা হয়নি। ম্যাচ শেষ হলো সোমবার।
কোহলির বিরাট ইনিংস
মাত্র ৯৪ বলে ১২২ রান করেন কোহলি। প্রথমদিকে তিনি একটু ধরে খেলছিলেন। স্ট্রাইক রোটেট করছিলেন। তখন বেশি মারছিলেন কে এল রাহুল। পরে বিরাট হাত খুলে মারতে শুরু করেন। ইনিংস শেষ করেন ছয় মেরে। অসাধারণ ফর্মে ছিলেন বিরাট। পরে বললেন, তিনি ও রাহুল মূলত ক্রিকেটের চিরাচরিত শটই মেরেছেন। শেষ বলে মারা ছয়টা অবশ্য এর বাইরে রেখেছেন বিরাট। বিরাট-রাহুল জুটিতে উঠলো ২৩৩ রান। একদিনের ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে রেকর্ড জয়।
রাহুলের ফিরে আসা
আঘাত পেয়ে দল থেকে ছিটকে গিয়েছিলেন কে এল রাহুল। অপারেশনের পর তিনি দীর্ঘদিন ধরে শারীরিক সক্ষমতা ফেরাবার চেষ্টা করেছেন। পুরো ফিট হয়ে টিমে ফিরেছেন। শ্রেয়স আইয়ার অসুস্থ না হলে এই ম্যাচে তার খেলা হত না। ম্যাচ শুরুর পাঁচ মিনিট আগে তাকে খেলতে বলা হয়। অসাধারণ খেললেন। ১০৬ বলে ১১১ রানে অপরাজিত। পাকিস্তান সোমবার ভারতের কোনো উইকেটই নিতে পারেনি।
কুলদীপের কামাল
স্পিনার কুলদীপের বলে বারবার পরাস্ত হন পাকিস্তানের ব্যাটাররা। মোট পাঁচ উইকেট নিয়েছেন কুলদীপ। নিজের বলে একটা অসাধারণ ক্যাচ নেন। কুলদীপ দুর্দান্ত বল করেছেন। আট ওভার বল করে ২৫ রান দিয়ে পাঁচ ইউকেট নিয়েছেন তিনি।
রেকর্ড ব্যবধানে জয়
প্রথমে ব্যাট করে ভারত ৫০ ওভারে করে দুই উইকেটে ৩৫৬ রান। পাকিস্তান ৩২ ওভারে ১২৮ রান করে। শেষ দুই ব্যাটার হ্যারিস রউফ ও নাসিন শাহ আহত থাকায় ব্যাট করতে নামেননি। ২২৮ রানে পাকিস্তানকে হারায় ভারত। একদিনের ক্রিকেটে এটাই সবচেয়ে বড় ব্যবধানে জয় ভারতের।
পারলেন না বাবর আজম
পাকিস্তানের অধিনায়ক বাবর আজম হলেন দলের ব্যাটিংয়ের বড় শক্তি। কিন্তু সোমবার তিনি ২৪ বলে ১০ রান করে হার্দিক পান্ডিয়ার বলে আউট হন।
ভালো বল করলেন বুমরা
চোট সারিয়ে দলে ফিরছেন বুমরা। এদিন যথেষ্ট ভালো বল করলেন। বৃষ্টির পরের আবহাওয়াকে কাজে লাগিয়ে দুইদিকে বল সুইং করান। ইমাম উল হক আউট হন তার বলে। পাঁচ ওভারে মাত্র ১৮ রান দেন তিনি।
শার্দুলের উইকেট
শার্দুল ঠাকুরও মহম্মদ রিজওয়ানের গুরুত্বপূর্ণ উইকেট নেন। চার ওভার বল করে ১৬ রান দিয়ে একটা উইকেট পান তিনি।
রোহিত খুশি
জয়ের পর রীতিমতো উচ্ছ্বসিত ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেন, ''কোহলি যেদিন খেলেন, সেদিন তাকে থামানো যায় না। আরেকটি অসাধারণ ইনিংস খেলেছেন তিনি। কে এল রাহুলের কাজ ছিল আরো কঠিন। খেলা শুরু আগে তাকে বলা হয়েছে, তিনি টিমে আছেন। তারপর যেভাবে খেলেছে, তাতে বোঝা যায়, রাহুল কতবড় প্লেয়ার। আর কুলদীপের জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। ''
মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে
কোনো বিরতি নেই। সোমবার এই কঠিন ম্যাচ জেতার পর মঙ্গলবার আবার মাঠে নামতে হচ্ছে রোহিতদের। শ্রীলঙ্কার বিরুদ্ধে গ্রুপ ম্যাচ খেলতে হবে। বিরাট বলছিলেন, ''সোমবার খেলতে খেলতে মনে হচ্ছিল, আবার মঙ্গলবার তিনটের সময় মাঠে নামতে হবে। তবে ১১০টা টেস্ট খেলেছি। তাই পরের দিন তৈরি হয়ে মাঠে নামতে কোনো অসুবিধা হবে না।''