জার্মান পররাষ্ট্রমন্ত্রীর সফর বিঘ্নিত
১৪ আগস্ট ২০২৩এর আগেও বিভিন্ন সময়ে বিমানের কারিগরি ত্রুটির কারণে বেয়ারবকের সফর বাধাপ্রাপ্ত হয়েছে৷
অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে রওনা দেয়ার পর বেয়ারবককে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়৷ সে কারণে তিনি সোমবার সকালে আবুধাবিতে দীর্ঘসময় আটকে ছিলেন৷
সপ্তাহব্যাপী প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এই সফরে বেয়ারবক ও তার প্রতিনিধিদলের অস্ট্রেলিয়ার পাশাপাশি নিউজিল্যান্ড ও ফিজি ভ্রমণের কথা রয়েছে৷
আবুধাবি থেকে জ্বালানি সরবরাহ করে উড্ডয়নের পরপরই গোলযোগ দেখা দেয়ায় আবার আবুধাবিতে ফিরে আসে বিমানটি৷ বেয়ারবকের সফরসঙ্গী জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেবাস্তিয়ান ফিশার বলেন, ‘‘যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের আবুধাবিতে ফিরে যেতে হবে এবং ভ্রমণের সম্ভাব্য বিকল্প ব্যবস্থাগুলোও খতিয়ে দেখা হচ্ছে৷''
বিঘ্নিত কূটনীতি
বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে জার্মান কূটনীতি বিঘ্নিত হওয়ার ঘটনা এটিই প্রথম নয়৷ এর আগে বিমানের চাকা ফেটে যাওয়ায় সফরের মাঝপথে বেয়ারবক কাতারের দোহাতে আটকে ছিলেন৷ অতিরিক্ত তুষারপাতের কবলে পড়ে ২০২২ সালে আয়ারল্যান্ডে তার বিমান আটকে যাওয়ায় ইংল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক বাতিল করতে হয়েছিল৷
বেয়ারবকের প্রথম অস্ট্রেলিয়া সফর
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর বেয়ারবকের এটিই প্রথম অস্ট্রেলিয়া সফর৷ সফরে ক্যানবেরা ও সিডিনি যাওয়ার কথা রয়েছে তার৷
জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারে, আঞ্চলিক সহযোগীদের সাথে অর্থনৈতিক নিরাপত্তা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের ভূমিকা ইত্যাদি নিয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে৷
এসএইচ/জেডএইচ (ডিপিএ, ডিডাব্লিউ)