বিডিআর বিদ্রোহে বিদেশী ইন্ধন রয়েছে- নিরাপত্তা বিশ্লেষকদের মত
২৮ ফেব্রুয়ারি ২০০৯অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনিরুজ্জামানের মতে এ ঘটনার পেছনে দেশী বিদেশী শক্তি কাজ করেছে৷ আর সাবেক কূটনীতিক ওয়ালিউর রহমান এ ঘটনার জন্য আঙ্গুল তুলেছেন জামায়াতে ইসলামী এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর দিকে৷ ডয়চে ভেলের সঙ্গে দেয়া একান্ত সাক্ষাতকারে তারা তাদের মতামত তুলে ধরেন৷
ইনস্টিটিউট অব পিস এন্ড সিকিউরিটি স্ট্রাটেজির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল বলেছেন, বিডিআর বিদ্রোহ শুধু বিডিআরের অভ্যন্তরীণ বিষয় নয় এর পেছনে দেশী বিদেশী শক্তিও জড়িত থাকতে পারে৷ কেবল বিডিআর এর সৈনিকদের পক্ষে এতবড় ঘটনা ঘটানো সম্ভব না৷ এ ঘটনার পেছনে গোয়েন্দা ব্যর্থতা রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি৷
এদিকে হেরিটেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাবেক কূটনীতিক ওয়ালিউর রহমান বিডিআর বিদ্রোহের জন্য জামায়াতে ইসলামী ও পাকিস্তানী গোয়েন্দা সংস্থা আইএসআইএর হাত রয়েছে৷ এ ঘটনার মাধ্যমে যুদ্ধাপরাধের ইস্যুটি অন্যদিকে নেয়ার চেষ্টা করা হয়েছে৷ বিদ্রোহ সংঘটিত হওয়ার মাত্র দুই ঘন্টার মধ্যে লিফলেট বিতরণ এবং গুজব ছড়ানোর বিষয়টি প্রমাণ করে তারা এ ব্যাপারে জড়িত রয়েছে৷