বিক্ষোভ সত্ত্বেও ওয়াকফ বিল পাস করাতে চায় মোদী সরকার
সংসদের বাজেট অধিবেশন চলবে ৪ এপ্রিল পর্যন্ত। তার মধ্যে ওয়াকফ বিল পাস করাতে চায় সরকার। দেশ জুড়ে বিক্ষোভ শুরু।
ওয়াকফ বিল কবে পাস হবে?
নরেন্দ্র মোদী সরকার বর্তমান বাজেট অধিবেশনেই ওয়াকফ বিল পাস করাতে চায়। সংসদের অধিবেশন চলবে ৪ এপ্রিল পর্যন্ত। তার মধ্যেই বিল পাস হয়ে যেতে পারে। সম্ভবত ঈদের পরই বিল পাস করার উদ্যোগ নিতে পারে সরকার।
দেশজুড়ে প্রতিবাদ শুরু
ওয়াকফ বিল নিয়ে দেশজুড়ে আন্দোলন শুরু করেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড(এআইএমপিএলবি)। বুধবার পাটনায় বিক্ষোভ দেখানো হয়েছে। ২৯ তারিখ অন্ধ্রপ্রদেশে আন্দোলন হবে। কিছুদিন আগে দিল্লিতে এই আন্দোলন হয়েছে।
আমন্ত্রণ সত্ত্বেও নীতীশ কুমার যাননি
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে বিক্ষোভে যোগ দেয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন এআইএমপিএলবি নেতারা। কিন্তু নীতীশ কুমার যাননি। আগামী অক্টোবর-নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে জোটসঙ্গি বিজেপি-কে চটাতে চাননি নীতীশ। তিনি মুসলিম ভোট পেতে আগ্রহী হলেও বিক্ষোভে যাননি বা দলের কাউকে পাঠাননি।
ছিলেন লালুপ্রসাদ ও তেজস্বী
বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব ও তার ছেলে তেজস্বী যাদব বিক্ষোভে গিয়েছিলেন। তেজস্বী বলেন, অসুস্থ শরীরেও লালুপ্রসাদ যাদব তার সমর্থন জানাতে এসেছেন। আরজেডি সংসদে এবং বিহারে এই বিলের বিরোধিতা করবে। তারা এই অসাংবিধানিক বিল মানবে না। জনসুরাজ পার্টির নেতা প্রশান্ত কিশোরও বিক্ষোভে অংশ নেন।
কংগ্রেসের বিরোধিতা
কংগ্রেস জানিয়ে দিয়েছে, তারা এই বিলের বিরোধিতা করবে। কারণ, তারাও মনে করে, এই বিল সংবিধানসম্মত নয়। দিল্লির বিক্ষোভে কংগ্রেস নেতা সলমন খুরশিদ-সহ একাধিক নেতা যোগ দিয়েছিলেন।
আপত্তি কোথায়
ওয়াকফ বিলে বলা হয়েছে, ওয়াকফ বোর্ডে অন্ততপক্ষে দুই জন মুসলিম নন, এমন সদস্য থাকবেন। তাছাড়া অন্তত একজন করে শিয়া, সুন্নী এবং অনগ্রসর মুসলিমদের প্রতিনিধি থাকবেন। সার্ভে কমিশনারের পদটি বাতিল করা হয়েছে। তার জায়গায় জেলার কালেক্টরকে সার্ভে বা সমীক্ষার দায়িত্ব দেয়া হয়েছে। সরকারি সম্পত্তি ওয়াকফের তালিকা থেকে বাদ যাবে। এই বিষয়ে কালক্টর সিদ্ধান্ত নেবেন। এই নিয়ে আপত্তি বিরোধীদের।
বিজেপি-র বক্তব্য
ওয়াকফ নিয়ে যৌথ সংসদীয় কমিটির প্রধান ও বিজেপি সাংসদ জগদম্বিকা পাল বলেছেন, এআইএমপিএলবি ওয়াকফ বিল নিয়ে রাজনীতি করছে। তারা মুসলিমদের ভুল বোঝাচ্ছে। বিল পাস করার জন্য পেশ করা হয়নি। তারা পাটনায় গিয়ে বিক্ষোভ দেখাচ্ছে।
বিল কি পাস হবে?
ওয়াকফ বিল পাস করাতে সরকারের সাধারণ সংখ্যাগরিষ্ঠতা লাগবে। সংবিধান সংশোধনের ক্ষেত্রে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাগে। লোকসভা ও রাজ্যসভা দুই জায়গাতেই এনডিএ-র সংখ্যাগরিষ্ঠতা আছে। ফলে সরকারের পক্ষে বিল পাস করাতে অসুবিধা হবে না। নীতীশ কুমার ও চন্দ্রবাবু নাইডু বিলের বিরোধিতা করলে সরকার অসুবিধায় পড়তো। তারা প্রকাশ্যে তা করছেন না।
মোদীর ঈদ উপহার
বিজেপি ইতিমধ্যে গরিব মুসলিমদের মোদী কা সওগাত বা মোদীর উপহার দিতে শুরু করেছে। ৩২ লাখ পরিবারকে এই উপহার দেওয়া হবে। একটি প্যাকেটে খেজুর, শুকনো ফল, পুরুষদের কুর্তা-পাজামা ও মেয়েদের সালোয়ার-কামিজের পিস থাকছে সেই উপহারে।
ওয়াকফের সম্পত্তির পরিমাণ
ভারতে ওয়াকফ বোর্ডের অধীনে আট দশমিক সাত লাখ সম্পত্তি আছে। নয় দশমিক চার লক্ষ একর জমি ওয়াকফ সম্পত্তি। তার বর্তমান দাম আনুমানিক এক লাখ ২০ হাজার কোটি টাকা। ভারতে মোট ৩২টি ওয়াকফ বোর্ড আছে। উত্তরপ্রদেশ ও বিহারে দুইটি শিয়া ওয়াকফ বোর্ড আছে।