বাপ্পি লাহিড়ী আর নেই
১৬ ফেব্রুয়ারি ২০২২মুম্বইয়ের জুহুর একটি বেসরকারি হাসপাতালে ৬৯ বছর বয়সি এই সংগীত পরিচালক মারা গেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই৷ সংগীত জগতে একের পর এক নক্ষত্র পতনে শোকে স্তব্ধ ভারত৷ ৬ ফেব্রুয়ারি লতা মঙ্গেশকরেরপর মঙ্গলবার সন্ধ্যা মুখোপাধ্যায়ের জীবনাবসান ঘটে৷ সেই শোক কাটতে না কাটতেই সুরকার, গীতিকার বাপ্পি লাহিড়ীও পাড়ি জমালেন না ফেরার দেশে৷
এক মাসের বেশি সময় হাসপাতালে থাকার পর গত সোমাবারেই বাড়ি ফিরেছিলেন বাপ্পি৷ আবারও স্বাস্থ্যের অবনতি হওয়ায় পরে তাকে মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসাপাতালে নেওয়া হয়৷ হাসপাতালের পরিচালক ডা. দীপক নামজোশী পিটিআইকে বলেন, ‘‘তার অনেকগুলো শারীরিক জটিলতা ছিল৷ তিনি ওএসএ বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার কারণে মারা গেছেন৷’’
আনন্দবাজার লিখেছে, গত বছর এপ্রিল মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বাপ্পি লাহিড়ী৷ সেসময় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন৷ কিছুদিন পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন৷
চলচ্চিত্রে সংগীত পরিচালক হিসেবে বাপ্পি লাহিড়ীর আবির্ভাব মাত্র ১৯ বছর বয়সে৷ ১৯৭৩ সালে মুক্তি পাওয়া ‘নান্নাহ শিকারি' সিনেমার সংগীত পরিচালনা করেন তিনি৷ ১৯৭০ এর দশকের শেষভাগে তখনকার বোম্বে (বর্তমান মুম্বাই) ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার ক্যারিয়ার তুঙ্গে পৌঁছায় এবং ১৯৮০ এবং ৯০ এর দশকেও তা সমান তালে এগিয়ে যায়৷ সে সময়টায় হিন্দি ও বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় ও সফল সংগীত পরিচালক ছিলেন তিনি৷ সিনেমা পাড়ায় সবাই তাকে ভালোবেসে ডাকতেন ‘বাপিদা'৷ একের পর এক সুপারহিট গান উপহার দিয়েছেন ৷ ভারতীয় সংগীতের ডিস্কো কিং হিন্দিতে ‘ডিস্কো ডান্সার', ‘ডান্স ডান্স', ‘হিম্মতওয়ালা', ‘চলতে চলতে', ‘শরাবি', ‘সত্যমেব জয়তে', ‘কমান্ডো', ‘শোলা অউর শবনম' সিনেমায় তিনি সংগীত পরিচালনা করেছেন ৷ কলকাতার ‘অমর সঙ্গী', ‘আশা ও ভালবাসা', ‘আমার তুমি', ‘অমর প্রেম' সিনেমার গানেও সুর দিয়েছেন; গেয়েছেন একাধিক গান ৷ ২০২০ সালে ‘বাগি-৩' সিনেমার জন্য গাওয়া ‘ভানকাস' তার শেষ গান ৷
বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আব্দুল জব্বারের গাওয়া ‘হাজার বছর পরে আবার এসেছি ফিরে' গানটির সুরকার ছিলেন বাপ্পি লাহিড়ী৷ গানটি লিখেছেন গীতিকার শ্যামল গুপ্ত, যিনি সদ্য প্রয়াত সন্ধ্যা মুখোপাধ্যায়ের স্বামী ৷
১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে বাপ্পি লাহিড়ীর জন্ম ৷ আসল নাম অলোকেশ লাহিড়ী ৷ বাবা অপরেশ লাহিড়ী ও মা বাঁশরী লাহিড়ী দুজনই ছিলেন গানের জগতের মানুষ ৷ ভারতীয় চলচ্চিত্রের আরেক প্রবাদ প্রতীম গায়ক, অভিনেতা কিশোর কুমার ছিলেন তার তুতো মামা ৷ বাপ্পি লাহিড়ী তার পোশাকের সঙ্গে নানা সোনার গয়না পরতে ভালবাসতেন; বলতেন, ‘আমার ভগবানের নাম সোনা!' গানের পাশাপাশি রাজনীতির মাঠেও নেমেছিলেন তিনি তবে খুব একটা স্বস্তিকর ছিলো না সে অভিজ্ঞতা ৷ ২০১৪ সালে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে লোকসভা আসনে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে হেরে যান ৷
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে শোক জানিয়ে টুইট করেছেন ৷ তিনি লিখেছেন, প্রজন্মের পর প্রজন্ম বাপ্পি লাহিড়ীর গান মনে রাখবে ৷ প্রাণবন্ত এই শিল্পীর না থাকা অনুভব করবে সবাই৷
ভারতীয় চলচ্চিত্র জগতের শিল্পী ও কলাকুশলীরাও জনপ্রিয় এই সুর স্রষ্টার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছেন৷ তাদের প্রিয় ‘বাপিদা'র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের তারকারাও৷
এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)