বাড়বে সরকারি চাকরি,মধ্যবিত্তের নিরাপত্তা,বললেন ওবামা
২৮ জানুয়ারি ২০১০তিনটি প্রধান প্রদেশে বিরোধী রিপাবলিকানরা প্রেসিডেন্টের ডিমোক্র্যাট দলকে হারিয়ে দিয়েছে৷ জনপ্রিয়তায় ভাটা পড়েছে কিছুটা নিজেরও৷ আর্থিক মন্দায় চাকরি খোয়ানোরা প্রতিদিন আরও বেশি করে হতাশার শিকার হচ্ছেন৷ মধ্যবিত্তরা সংকটে৷ যে মধ্যবিত্তরাই আসলে অ্যামেরিকার প্রধান শক্তিস্তম্ভ৷
সুতরাং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর স্টেট অফ ইউনিয়নের ভাষণকে কাজে লাগিয়ে মানুষের কাছে তাঁর গ্রহণযোগ্যতাকে আরও শক্তিশালী করে তুললেন৷ ভাষণ শুরুর এক মিনিটের মাথায় যখন তিনি বলছেন, ‘কঠিন সময় কিন্তু আমরা আশা ছাড়ব না৷ আমরা লড়ব এবং জিতব৷ অ্যামেরিকার মানুষ এত সহজে হারে না৷ আমার বিশ্বাস সত্যি৷ আপনারা মিলিয়ে নেবেন৷' এই কথা শেষ হওয়ার আগেই শুরু হয় হাততালির ঝড়৷
কংগ্রেসের যৌথ অধিবেশনের সামনে দেওয়া ভাষণে ওবামা নিজের দলের সাম্প্রতিক পরাজয়ের প্রসঙ্গও উল্লেখ করেছেন বটে, তবে তাতে হালকা রঙ চড়াতে ভোলেন নি৷ যদিও আয়করের চাপ কমাতে তাঁর পরিকল্পনা এবং নতুন সরকারি চাকরির সম্ভাবনার বিষয়ে যেসব আসন্ন পরিকল্পনার কথা তিনি বলেছেন, তা যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে শ্রোতাদের কাছে৷
গত বছরে ওবামা যে বিষয়টিতে বেশি মনোযোগ দিয়েছিলেন তা ছিল স্বাস্থ্য পরিষেবা৷ কিন্তু নতুন বছরে বেকারদের চাকরি ফিরিয়ে দেওয়াটা যে একটা অনেক বড় চ্যালেঞ্জ তা বুঝিয়ে দিয়ে তিনি বলেন, নতুন যেসব চাকরি তৈরি করছে সরকার, সেসবের ঘোষণা করতে,সে বিষয়ে সকলকে অবহিত করতেই তাঁর এই ভাষণ৷ পাশাপাশি ছোট ব্যবসার ওপরেও মনোযোগ আসুক সকলের৷ তাতে স্বল্পমাত্রায় হলেও রোজগারের ব্যবস্থা হবে৷ আর এই মুহূর্তে সেটাই অ্যামেরিকার সবচেয়ে বেশি প্রয়োজন৷ এই প্রকল্পের জন্য ৩০ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণাও দেন মার্কিন প্রেসিডেন্ট৷
প্রতিবেদন : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়
সম্পাদনা : দেবারতি গুহ