শব্দ কখনো আনন্দের বার্তা আনে, কখনো বয়ে আনে দুঃসময়ের পূর্বাভাস৷ এই শব্দই কখনো সাহিত্য, কখনো, শিল্প, কখনো সংগীত বা সংবাদ৷ বাংলার শব্দ কখন সাহিত্য হয়ে ওঠে?
পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে সাহিত্যচর্চার নানা দিক নিয়ে ডয়চে ভেলে’র ’আমাদের কথা আমরা বলি’ অনুষ্ঠানের এবারের পর্ব৷ আলোচনায় ঢাকা থেকে কবি ও সাংবাদিক ইরাজ আহমেদ ও কলকাতা থেকে রয়েছেন সংগীত শিল্পী ও গবেষক মৌসুমী ভৌমিক৷