বাংলাদেশ, ভারত, ভুটানে ভূমিকম্প, মৃত ৭
২১ সেপ্টেম্বর ২০০৯ভুটানের রাজধানী থিম্পু এবং দেশটির সঙ্গে ভারতের সীমান্ত সংলগ্ন এলাকাসহ ভারতের উত্তরপূর্বাঞ্চলে সোমবার ভূমিকম্প অনুভূত হয়৷ মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ বিভাগের তথ্য অনুযায়ী, মাটির ৭ দশমিক ২ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল৷
ভুটানের একটি সংবাদপত্রের ইন্টারনেট সংস্করণের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থলের কাছে মুনগার এবং তাসিগাং অঞ্চলে সাত জন প্রাণ হারিয়েছেন৷ এই দুই এলাকার অধিকাংশ ঘরবাড়ি ধসে গেছে৷
বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত আবহাওয়া অধিদপ্তর জানায়, স্থানীয় সময় শুক্রবার বিকেল ৪টার কিছু আগে ঢাকাসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়৷ এতে বড় বড় বিল্ডিংগুলো কেঁপে ওঠে৷ ফলে সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক তৈরি হলেও ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি৷ ভূকম্পন ২০ সেকেন্ডের মতো স্থায়ী ছিল বলে জানিয়েছে একাধিক সংবাদ মাধ্যম৷
এর আগে গত ৪ সেপ্টম্বর বাংলাদেশ এবং ভারতে ভূমিকম্প আঘাত হানে৷ সে সময় বার্তা সংস্থা সিনহুয়া, বাংলাদেশে রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্পের খবর জানায়৷ অন্যদিকে এএফপি জানিয়েছিল, ভারতের উত্তরপূর্বাঞ্চলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯৷
প্রসঙ্গত, দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে সম্প্রতি ভূমিকম্পের ঘটনা বেড়ে গেছে৷ বিশেষজ্ঞদের দাবি, বড় ধরণের ভূমিকম্পের পূর্ব লক্ষণ এগুলো৷
প্রতিবেদক: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক