বাংলাদেশে ভোটার ৮ কোটি ৫ লাখ
২২ জুলাই ২০০৮এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন মঙ্গলবার সুনির্দিষ্টভাবে উপজেলা নির্বাচনের তারিখ ঘোষণা করলো৷ নির্বাচন হতে পারে ২৩শে অক্টোবর৷ তবে তা সব উপজেলায় না হয়ে ৩ শ' উপজেলায় হতে পারে৷
মঙ্গলবার নির্বাচন কমিশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এ কথা জানিয়েছে৷ অবশ্য প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা সাংবাদিকদের কোন প্রশ্নের জবাব দেননি৷
রাজনৈতিক দলগুলোর একাংশ সিটি ও পৌর নির্বাচনে অংশ নিলেও তারা জাতীয় সংসদ নির্বাচনের আগে উপজেলা নির্বাচনের বিরোধী ছিল৷ মঙ্গলবার সন্ধ্যায় আলাদা আলাদা প্রেস ব্রিফিংয়ে আওয়ামীলীগ ও বিএনপি উপজেলা নির্বাচনের তারিখ প্রত্যাখান করেছে৷ তারা বলেছে, জাতীয় সংসদ নির্বাচনের আগে উপজেলা নির্বাচন মেনে নেয়া হবে না৷ আর জরুরী অবস্থার মধ্যে কোন নির্বাচনে অংশ নেবে না তারা৷
জবাবে উপদেষ্টা গোলাম কাদের বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন হল টেস্ট কেস৷ এই নির্বাচনে জরুরী অবস্থা শিথিল করে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে৷ যদি সাফল্য আসে তাহলে সংসদ নির্বাচনে জরুরী অবস্থা পুরোপুরি প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হবে৷
অন্যদিকে, মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টা দেশের চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছেন৷ দেশে এবার মোট ভোটার ৮ কোটি ৫ লাখ ২২ হাজার৷ আগের চেয়ে ১ কোটি ভোটার কমেছে৷