বাংলাদেশে দুর্নীতি কমেনি
২৩ সেপ্টেম্বর ২০০৮গত বছর বাংলাদেশের দুর্নীতির স্কোর ছিল ২ দশমিক ১ এবং এ বছর হয়েছে দুই৷ কমেছে মাত্র দশমিক ১ শতাংশ৷ যাকে অগ্রগতি বলতে নারাজ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বা টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমেদ৷ তিনি বলেন, এধরনের সামান্য পরিবর্তনে আশান্বিত হওয়ার কোন কারণ নেই৷
অধ্যাপক মোজাফফর বলেন, ওয়ান ইলেভেনের পর দেশে দুর্নীতি বিরোধী অভিযান শুরু হলেও তা সফল হয়নি৷ এর কারণ বিচার বিভাগের ওপর সরকারের হস্তক্ষেপ, ছোট ছোট দুর্নীতির বিস্তার, প্রশাসনিক সংস্কার না হওয়া, বাণিজ্য খাতের অনিশ্চিত পরিবেশ প্রভৃতি৷
রাজনীতিবিদদের অভিযোগ, সরকারের দুর্নীতি বিরোধী অভিযান ছিল মূলত রাজনীতির বিরুদ্ধে অভিযান৷ ফলে দুর্নীতি আগের অবস্থানেই রয়েছে৷ এর ব্যখ্যা দিয়ে অধ্যাপক মোজাফফর বলেন, রাজনৈতিক দুর্নীতি বেশী হওয়ার কারণে চাপটা সেখানে বেশী পড়েছে৷
ডিসেম্বরে বাংলাদেশে একটি নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নিলে দুর্নীতি কমবে কি-না সে ব্যপারে নিশ্চিত নয় টিআইবি৷ কারণ দুর্নীতি কমার ইতিবাচক কোন আলামত এখনও দেখা যাচ্ছে না৷