‘বাংলাদেশের ইতিহাস-স্বাধীনতা ৭ মার্চ ছাড়া হতে পারে না’
৭ মার্চ ২০২৪দিবসটি পালন না করায় এ প্রসঙ্গে বিএনপির সমালোচনাও করেন তিনি৷
৭ মার্চ বাংলাদেশের একটি অনন্য দিন৷ ১৯৭১ সালের এই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে (তদানীন্তন রেসকোর্স ময়দান) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন৷ জনসমুদ্রে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেন, ‘‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম৷'' এই ভাষণকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের দিক-নির্দেশনা হিসেবে দেখা হয়৷ যার ধারাবাহিকতায় ২৫ মার্চের কালরাতে পাকবাহিনীর নৃশংস গণহত্যার পর ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন৷ আনুষ্ঠানিকভাবে শুরু হয় সশস্ত্র মুক্তি সংগ্রাম৷
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বৃহস্পতিবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, ‘‘৭ মার্চের ভাষণ শুধুমাত্র একটি ভাষণ নয়৷ এটি একটি জাতির মুক্তির লক্ষ্যে রচিত একটি মহাকাব্য৷’’
বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার দ্য ডেইলি স্টার মন্ত্রীকে উদ্ধৃত করে লিখেছে, ‘‘প্রকৃতপক্ষে ৭ মার্চেই তিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন, ঘোষণা দিয়েছিলেন৷ সেদিন ঢাকা থেকে পাকিস্তান গোয়েন্দা সংস্থা রিপোর্ট করেছিল রাওয়ালপিন্ডিতে যে, চতুর শেখ মুজিব কার্যত পূর্ব পাকিস্তানের স্বাধীনতা ঘোষণা করে দিয়েছে কিন্তু আমাদের চেয়ে তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার ছিল না৷’’
এ সময় তিনি ঐতিহাসিক ৭ মার্চ পালন না করার জন্য বিএনপি ও তার মিত্রদের সমালোচনা করেন ড. হাছান মাহমুদ৷ তিনি বলেন, ‘‘যারা আজকে ৭ মার্চকে অস্বীকার করে, তারা আসলে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে কতটুকু বিশ্বাস করে সেটিই হচ্ছে সন্দেহজনক৷ আজকে বিএনপিসহ তাদের মিত্ররা ৭ মার্চ পালন করে না৷ বাংলাদেশের ইতিহাস-স্বাধীনতা ৭ মার্চ ছাড়া হতে পারে না৷ সুতরাং যারা এটি মানে না বা পালন করে না, তারা আসলে স্বাধীনতাকে বিশ্বাস করে কি না সন্দেহ৷’’
এফএস/কেএম (দ্য ডেইলি স্টার)