বর্ণবাদের শিকার ভিনিসিয়ুস, প্রতিক্রিয়া
রেয়াল মাদ্রিদের ব্রাজিলীয় উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র গত রোববার ভ্যালেন্সিয়ার মাঠে খেলার সময় দর্শকদের কাছ থেকে বর্ণবাদী আচরণের শিকার হন৷ এই ঘটনায় অনেকেই ভিনিসিয়ুসের প্রতি সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন৷
কী ঘটেছিল?
গত রোববার ভ্যালেন্সিয়ার মাঠে ম্যাচের সময় দর্শকদের কাছ থেকে বর্ণবাদী আচরণের শিকার হন রেয়াল মাদ্রিদের ব্রাজিলীয় উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র৷ ৭৩ মিনিটের সময় কয়েকজন দর্শক তার উদ্দেশে ‘বানর’ বলে চিৎকার করেন৷ এর প্রতিবাদে গ্যালারির দিকে আঙুল তুলে সেই দর্শকদের কটূক্তির জবাব দেন ভিনিসিয়ুস৷
ভিনিসিয়ুসের টুইট
ম্যাচ শেষে ভিনিসিয়ুস টুইটারে লেখেন, ‘‘এটা প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয়বার নয়৷ লা লিগায় বর্ণবাদ স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে৷ খোদ কর্তৃপক্ষ ও স্পেনের ফুটবল ফেডারেশন এটা মনে করে এবং সমর্থকদের দলগুলো সাহস জোগায়৷ বলতে বাধ্য হচ্ছি, স্পেন আজ ব্রাজিলিয়ানদের কাছে বর্ণবাদী দেশ হিসেবে পরিচিত হয়ে উঠছে৷’’
লা লিগার বক্তব্য
ভিনিসিয়ুসের বক্তব্যের পর লা লিগার পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়৷ সেখানে লেখা হয়, ‘‘প্রকৃত ঘটনা উদঘাটন করতে ম্যাচের সব ছবি ও ভিডিও নিয়ে তদন্ত করা হবে৷ তদন্ত শেষে ঘৃণিত অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা গেলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে৷’’
ভিনিসিয়ুসকে লা লিগার সভাপতির আক্রমণ
লা লিগা সভাপতি খাবিয়ের টেবাস তার টুইটে ভিনিসিয়ুসকে আক্রমণ করেন৷ তিনি লেখেন, ‘‘বর্ণবাদের বিরুদ্ধে লা লিগা কী করে এবং করতে পারে, এ বিষয়ে যেহেতু ব্যাখ্যা করা হয়নি, আমরা আপনাকে সেটা ব্যাখ্যা করতে চেয়েছিলাম৷ কিন্তু নিজেরই অনুরোধ করা নির্ধারিত দুটি তারিখে আপনি উপস্থিত হননি৷ লা লিগার সমালোচনা ও অপমান করার আগে নিজের সম্পর্কে সঠিকটা জানা উচিত৷ নিজেকে অন্যের সুবিধা অনুযায়ী ব্যবহার হতে দেবেন না৷’’
টেবাসকে ভিনিসিয়ুসের জবাব
লা লিগা সভাপতির টুইটের জবাবে ভিনিসিয়ুস লেখেন, ‘‘বর্ণবাদের সমালোচনা করার বদলে আবারও লা লিগা প্রেসিডেন্ট সামাজিক মাধ্যমে আমাকে আক্রমণ করলেন৷ আপনি যত কথাই বলুন, কিছু না পড়ার ভান করুন, আপনার চ্যাম্পিয়নশিপের সুনামে ধাক্কা লেগেছে৷... আপনি আমার বন্ধু নন যে বর্ণবাদ নিয়ে কথা বলব৷ আমি চাই ব্যবস্থা গ্রহণ ও শাস্তি৷’’
ভিনিসিয়ুসের প্রতি ব্রাজিলের প্রেসিডেন্টের সমর্থন
ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেন, ‘‘আমাদের খেলোয়াড়ের সঙ্গে সংহতি জানাচ্ছি৷ দরিদ্র পরিবারের সন্তান হয়েও সে সফল হয়েছে৷ অবশ্যই সে রিয়াল মাদ্রিদের সেরা৷ অথচ সে যে স্টেডিয়ামেই খেলতে যাচ্ছে, আক্রমণ করা হচ্ছে৷’’ তিনি বলেন, ‘‘আমার মনে হয়, ফিফা, স্প্যানিশ লিগ ও অন্য দেশগুলোর লিগ কর্তৃপক্ষের দৃশ্যমান পদক্ষেপ নেওয়া উচিত৷ ফুটবল স্টেডিয়ামে ফ্যাসিবাদ ও বর্ণবাদকে আমরা আধিপত্য বিস্তার করতে দিতে পারি না৷’’
অন্য খেলোয়াড়রা পাশে
নেইমার, এমবাপ্পে, রিচার্লিসন, রাফিনিয়ার মতো তারকারা ভিনিসিয়ুসের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন৷ সমর্থন জানিয়েছেন ফিফা সভাপতি জানি ইনফান্টিনোও৷ ইনস্টাগ্রাম স্টোরিতে স্টেডিয়ামে দর্শকপূর্ণ গ্যালারির ভিডিও শেয়ার করে নেইমার লিখেছেন, ‘‘আমাদের কিছু একটা করতে হবে...এটা আমরা আর কত দিন সহ্য করব? অন্ধ লোকেরা আর কত দিন এসব চালিয়ে যাবে? আমি ভিনিসিয়ুসের পাশে আছি৷’’ তিনি আরও লিখেছেন, ‘‘বর্ণবাদ ঘৃণ্য একটি ব্যাপার৷’’
তদন্ত শুরু
ভিনিসিয়ুসকে বর্ণবাদী আক্রমণের ঘটনায় স্পেনে তদন্ত শুরু হয়েছে৷ স্পেনের জাতীয় ক্রীড়া পরিষদ ওই দিন ভ্যালেন্সিয়ার স্টেডিয়ামের গ্যালারির সব ছবি নিয়ে বিশ্লেষণ করছে এবং দায়ী ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা করছে৷ রেয়াল মাদ্রিদ হেট ক্রাইমের মামলা করেছে৷
গ্রেপ্তার
স্পেনের পুলিশ মঙ্গলবার সাতজনকে আটক করে৷ এর মধ্যে রোববারের ম্যাচ চলার সময় ভিনিসিয়ুসের প্রতি ‘বর্ণবাদী অভিব্যক্তিমূলক অবমাননা ও অঙ্গভঙ্গির’ জন্য তিন যুবককে আটক করা হয়৷ পরে তাদের বিবৃতি নিয়ে ‘পরবর্তীতে ডাকলে হাজির হবেন’ এই মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়৷ বাকি চারজনকে জানুয়ারির এক ঘটনায় মাদ্রিদ থেকে গ্রেপ্তার করা হয়৷ তখন ভিনিসিয়ুসের নম্বর থাকা রেয়ালের জার্সি পরানো এক প্রতিমূর্তিকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল৷
লা লিগার ম্যাচে প্রতিবাদ
মঙ্গলবার রিয়াল ভায়োদোলিদের মাঠে খেলতে গিয়েছিল বার্সেলোনা৷ ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়েরা বর্ণবাদের বিরুদ্ধে অবস্থান নেন৷ মাঠে একটি ব্যানার নিয়ে দাঁড়িয়েছিলেন দুই দলের ফুটবলাররা৷ ব্যানারে লেখা ছিল ‘বর্ণবাদী ফুটবল থেকে বিতাড়িত হও৷’ ম্যাচটি সম্প্রচারের সময়ও বর্ণবাদবিরোধী স্লোগান প্রচার করা হয়৷
ব্রাজিলে প্রতিবাদ
মঙ্গলবার ব্রাজিলের বৃহত্তম শহর রিও ডি জেনিরোর প্রতীক হিসেবে পরিচিত ক্রাইস্ট দ্য রিডিমারের আলো এক ঘণ্টা বন্ধ রেখে ভিনিসিয়ুসের সঙ্গে একাত্মতা প্রকাশ করা হয়৷ এছাড়া ব্রাজিলে অবস্থিত স্প্যানিশ দূতাবাসের সামনেও প্রতিবাদ সমাবেশ করেছেন ব্রাজিলিয়ানরা৷
ভিনিসিয়ুসের লাল কার্ড বাতিল
রোববার ম্যাচের শেষ দিকে অতিরিক্ত সময়ে লাল কার্ড দেখেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র৷ ভ্যালেন্সিয়ার এক খেলোয়াড়ের মুখে আঘাত করায় তাকে লাল কার্ড দেয়া হয়েছিল৷ তবে সেটি বাতিল করে দেয়া হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন৷ তারা বলছে, পুরো ম্যাচে যা ঘটেছে তা বিবেচনায় না নিয়ে রেফারি সিদ্ধান্ত দিয়েছিলেন৷
ভ্যালেন্সিয়াকে জরিমানা
ভ্যালেন্সিয়ার মাঠের গ্যালারির যে স্ট্যান্ড (ছবি) থেকে ভিনিসিয়ুসের প্রতি বর্ণবাদী আচরণ করা হয় সেই স্ট্যান্ডটি আগামী পাঁচ ম্যাচ বন্ধ রাখতে বলেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন৷ এছাড়া ভ্যালেন্সিয়াকে ৪৫ হাজার ইউরো জরিমানাও করা হয়েছে৷ তবে এসব সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছে ভ্যালেন্সিয়া৷