ফ্রাঙ্কোনিয়া: দুর্গ আর বিয়ারের শহর
বাভেরিয়ার উত্তরাঞ্চলের ফ্রাঙ্কোনিয়া শহরটি বিয়ারের জন্য বিখ্যাত৷ এখানে এক হাজার ধরনের বিয়ার পাওয়া যায়৷ তবে এই শহরকে ভালো লাগার এটাই একমাত্র কারণ নয়৷ অন্য কারণগুলোও থাকছে ছবিঘরে৷
বামব্যার্গ
বামব্যার্গে ঘুরতে গেলে আপনার মনে হবে যেন মধ্যযুগের ছাদখোলা এক জাদুঘরে এসে পড়েছেন৷ পুরো ‘ওল্ড টাউন’টি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান করে নিয়েছে ১৯৯৩ সালে৷ পুরোনো টাউন হলটি একটি কৃত্রিম দ্বীপের উপর অবস্থিত, যা অন্যতম সুন্দর একটি ভবন৷ .
বায়রয়েট
আপার ফ্রাঙ্কোনিয়ার শহর হলো বায়রয়েট৷ চমৎকার কিছু ভবন রয়েছে এখানে৷ শহরের কেন্দ্রে নতুন রাজপ্রাসাদ এবং মারগ্রাভিয়াল অপেরা হাউজ, অসাধারণ কারুকাজ করা থিয়েটার ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ৷
বায়রয়েট উৎসব
বায়রয়েট ‘রিচার্ড ভাগনার’ উৎসবের জন্য পরিচিত৷ ১৮৭৬ সালে উৎসবটি শুরু হয় এবং সে সময় এটি মোটেও সফল হয়নি৷ তবে এরপর থেকে প্রতি বছর চলে আসছে এটি৷ ভাগনারের আইডিয়া হলো সামাজিক বিভিন্ন ঘটনাগুলোকে শিল্পের মাধ্যমে অপেরায় রূপ দেয়া৷ প্রতি বছর জুলাইয়ের শেষ থেকে আগস্টের শেষ পর্যন্ত এই উৎসব চলে৷ ভাগনার ভক্তরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসেন এই উৎসবের অভিজ্ঞতা নিতে৷
ফেস্টে কোবুর্গ
ডিউকদের এই দুর্গটি বেশিরভাগ মানুষের কাছে ‘ফ্রাঙ্কোনিয়া ক্রাউন’ হিসেবে পরিচিত৷ জার্মানির অন্যতম বৃহত্তম এবং সেরা দুর্গগুলোর একটি এটি৷
স্টাফেলব্যার্গ
কোবুর্গের কাছে অবস্থিত এই স্থানটির আরও একটি নাম আছে ‘দ্য মাউন্ট অফ দ্য ফ্র্যাঙ্কস’৷ যাঁরা পাহাড়ে চড়তে পছন্দ করেন, তাঁদের জন্য আদর্শ জায়গা এটি৷
ফ্রাঙ্কোনিয়া সুইজারল্যান্ড
হাইকিংয়ের জন্য আপার ফ্রাঙ্কোনিয়া দারুণ এক জায়গা৷ যেমন ধরুন ফ্রাঙ্কোনিয়া সুইজারল্যান্ড৷ বিভিন্ন পাথুরে স্তম্ভ এবং সুন্দর সুন্দর গ্রামের পাশ দিয়ে এঁকে বেঁকে চলে গেছে সাড়ে চার হাজার কিলোমিটার হাঁটা পথ৷
এক হাজার বিয়ারের জায়গা
হাইকিং করলেই আপনার তেষ্টা পাবে৷ ফ্রাঙ্কোনিয়ায় অল্প দূরত্বের মধ্যেই খুঁজে পাবেন রেস্তোরাঁ৷ এখানে ১০ লাখ মানুষের বাস আর পাব আছে ২০০, বিয়ার পাওয়া যায় এক হাজার ধরণের৷
এলিজাবেথ ইয়র্ক ফন ভার্টেনবুর্গ/এপিবি