পড়াশোনা করেছেন ফ্যাশন ডিজাইনিং নিয়ে৷ ভিনরাজ্যের এক হোটেলে চাকরিও করতেন৷ লকডাউনে কলকাতার অফিসপাড়ায় বাবার ফুটপাথের খাবারের দোকান বন্ধ হতে বসেছিল৷ মেয়ের ইচ্ছে ছিল বাবা মা-কে নিয়ে গিয়ে গুজরাটে নিজের কাছে রাখার৷ বেঁকে বসেন বাবা৷ পরিবারের সঙ্গে মন কষাকষি করে একপ্রকার অনিচ্ছাতেই বাবার পাইস হোটেলের হাল ধরেন নন্দিনী৷ ডিডাব্লিউর ক্যামেরার সামনে নন্দিনী বললেন তার জীবনের কথা৷