ফুটবল ম্যাচের মাধ্যমে ত্রাণ যোগাড় করতে চান বাইচুং
২০ সেপ্টেম্বর ২০১১গত রবিবার ভারত, বাংলাদেশ, নেপাল সহ গোটা অঞ্চল কেঁপে উঠেছিল এক ভূমিকম্পের দাপটে, যার কেন্দ্রস্থল ছিল সিকিম৷ রিশটার স্কেলে ৬.৯ তীব্রতার সেই কম্পনের ফলে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির সম্পূর্ণ চিত্র এখনো পুরোপুরি স্পষ্ট নয়৷
ভারতের জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফুটবল তারকা বাইচুং ভুটিয়া দিনটির কথা কোনোদিন ভুলতে পারবেন না৷ মঙ্গলবার তিনি সেদিনের অভিজ্ঞতার কথা বলেন৷ ৩৪ বছর বয়স্ক বাইচুং সেদিন সিকিমের দক্ষিণে তিনকিতাম গ্রামে নিজের পৈতৃক বাড়িতে ছিলেন৷ রাজধানী গ্যাংটকে নিজের বাড়িতে ছিলেন অন্তঃসত্ত্বা স্ত্রী ও ১৭ মাসের দুই যমজ সন্তান৷ গ্রামের বাড়িতে বিকেলে বসে চা খাওয়ার সময় ভূমিকম্পের রোষ টের পান বাইচুং৷ সময় নষ্ট না করে গ্যাংটকের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার চেষ্টা করেন তিনি৷ কিন্তু ততক্ষণে গোটা রাজ্যে পরিবহন ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে৷ প্রায় দুই ঘণ্টা পায়ে হেঁটে একটি বাস দেখতে পান তিনি৷ সেই বাসে করে গ্যাংটক পৌঁছতে লেগে যায় প্রায় ৬ ঘণ্টা৷ অবশেষে প্রায় ৮ ঘণ্টার কঠিন যাত্রার পর প্রিয়জনদের অক্ষত অবস্থায় দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেন বাইচুং৷ নিজের গ্রামেও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নি৷
ভূমিকম্পের ফলে কোনো ব্যক্তিগত ক্ষতি না হলেও নিজের রাজ্য সিকিমের উত্তরে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির খবর শুনে মর্মাহত বাইচুং৷ তাই তিনি নিজে ত্রাণ ও পুনর্গঠনের কাজে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন৷ গোটা রাজ্যে কমপক্ষে ৫০ জনের মৃত্যু ঘটেছে, যদিও দুর্গম এলাকাগুলি থেকে এখনো খবর না আসায় এই সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে৷ দুর্গতদের জন্য অর্থ সংগ্রহ করতে বাইচুং একাধিক ফুটবল ম্যাচ আয়োজন করতে চান৷
প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক