প্রবল সমালোচনার মুখে খারাপ ফর্মে থাকা রোহিত ও বিরাট
তাদের টেস্ট ক্রিকেটের জীবনে অন্যতম খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি।
রোহিতের শোচনীয় ফর্ম
শেষ ১০ ইনিংস মিলিয়ে রোহিত শর্মার রানের খতিয়ান এরকম, নয়, তিন, ১০, ছয়, তিন, ১৮, ১১, আট, শুন্য এবং ৫২। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে করা ৫২ রান ছাড়া আর একটাও উল্লেখযোগ্য রান নেই। গত ১৫ ইনিংস মিলিয়ে তার ব্যাটিং গড় ১১ দশমিক ৩০। ভারতীয় ক্রিকেটে হিটম্যান বলে পরিচিত অধিনায়কের এহেন ফর্মের পর তাকে নিয়ে সমানে প্রশ্ন উঠছে। এই আলোচনায় শুরু হয়েছে তিনি কবে অবসর নেবেন?
৩৭ বছর বয়সে
রোহিত শর্মার বয়স এখন ৩৭ বছর। টেস্টে তার রানের গড় ৪০-এর বেশি। ফলে তিনি একদিনের ক্রিকেট বা টি-টোয়েন্টির পাশাপাশি সফল টেস্ট ক্রিকেটার। বিরাট কোহলির পর দলের অধিনায়কের দায়িত্ব তার কাঁধে। কিন্তু একের পর এক ম্যাচে ব্যর্থ হয়েছেন। দেশের পাশাপাশি বিদেশেও ব্যর্থ। গাভাস্কার বলেছেন, সিনিয়ররা তাদের প্রত্যাশিত পারফরমেন্স করতে পারছেন না। অনেক বিশেষজ্ঞ বলছেন, বয়সের কারণে রোহিতের রিফ্লেক্স কমেছে।
সাবেক পাকিস্তানি ক্রিকেটার যা বললেন
পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলি বলেছেন, ''রোহিত শর্মার উচিত অবসর নেয়া। যশপ্রীত বুমরাহকে অধিনায়ক করা উচিত। রোহিত ভারতীয় ক্রিকেটে প্রচুর অবদান রেখেছে। কিন্তু এখন তার শরীর আর দিচ্ছে না।''
গৌতম গম্ভীর কী বললেন?
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্ট হারের পর ড্রেসিংরুমে গৌতম গম্ভীর কড়াভাষায় কিছু কথা বলেছেন বলে মিডিয়া রিপোর্ট। বলা হচ্ছে, গম্ভীর বলেছেন, টিমের কৌশল অনুযায়ী খেলতে না পারলে বাদ পড়তে হবে। পরে গম্ভীরকে প্রশ্ন করা হয়, ''সিডনিতে শেষ টেস্টে কি রোহিত খেলবেন? ভারতকীয় কোচের জবাব, পিচ দেখে আমরা টিমে কে খেলবেন তা ঠিক করব।''
বিরাট কোহলির শেষ ১০ ইনিংস
বিরাট কোহলি শেষ ১০টি টেস্ট ইনিংসে ৩৬, পাঁচ, তিন, সাত, এগারো পাঁচ, ১০০ নট আউট, চার, এক, এক করেছেন। একটা শতরান করলেও তার ফর্মও শোচনীয়। অস্ট্রেলিয়ায় বারবার অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে তিনি আউট হয়েছেন। ২০২৪ সালে ১০টা টেস্ট খেলে তার রানের গড় ২৪ দশমিক ৫২। রোহিতের গড় ২৪ দশমিক ৭৬।
কী বলছেন প্রাক্তনরা?
গাভাস্কার বলেছেন, ''বিরাটের পা বলের পিচ পর্যন্ত যাচ্ছে না। তার পা সোজা থাকছে। বলের দিকে থাকছে না। বলের দিকে পা থাকলে ব্যাটের মাঝখান দিয়ে খেলার সম্ভাবনা বাড়ে।'' রবি শাস্ত্রী বলেছেন, ''আমি মনে করি, বিরাট আরো তিন-চার বছর খেলবে।'' সঞ্জয় মঞ্জরেকর মনে করেন, ''টেস্টে বিরাট মহান ক্রিকেটারের মধ্যে পড়ে। তাকে আরো সময় দেয়া উচিত।''